অগ্নিকাণ্ডের ঘটনায় আদালতে যাবেন ড. কামাল
আশুলয়ায় মনোসন্তোষপুরের তাজরিন গার্মেন্ট‘র অগ্নিকাণ্ড ঘটনায় আদালতে যাবেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। বোরবার দুপুর ২টায় মনোসন্তোষপুর তাজরিন গার্মেন্টস দুর্ঘটনাস্থলে পরিদর্শনে এসে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন।
তিনি জানান, পোশাক কারখানায় অগ্নিনির্বাপকের যথেষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য মালিকদেরকে বাধ্য করতে হাইকোর্ট একটি রুল দিয়েছিল। কিন্তু প্রশাসন ও মালিকপক্ষ হাইকোর্টের এই নির্দেশ মান্য করছে না।
কেন আদালতের আদেশ মালিকপক্ষ মানছে না এবং সরকারও মানতে বাধ্য করছে না এ বিষয়ে রিট আবেদন করতে তাই তিনি আদালতে যাবেন।
জীবনের চেয়ে পণ্যের মূল্য বেশিঃ ড. কামাল
আশুলিয়ায় গার্মেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ােভ প্রকাশ করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই সেক্টরে জীবনের চেয়ে পণ্যের মূল্য বেশি। তাই প্রায়ই এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। এ ঘটনায় আদালতে যাবেন বলেও জানান বিশিষ্ট এ আইনজীবী। তিনি বলেন, পোশাক কারখানায় অগ্নিনির্বাপকের যথেষ্ট ব্যবস্থা নেয়ার জন্য মালিকদেরকে বাধ্য করতে হাইকোর্ট একটি রুল দিয়েছিল। কিন্তু প্রশাসন ও মালিকপ হাইকোর্টের এই নির্দেশ মান্য করছে না।
কেন আদালতের আদেশ মালিকপ মানছে না এবং সরকারও মানতে বাধ্য করছে না এ বিষয়ে রিট আবেদন করতে আদালতে যাওয়ার কথা জানান তিনি।
জীবনের চেয়ে পণ্যের মূল্য বেশিঃ ড. কামাল
আশুলিয়ায় গার্মেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ােভ প্রকাশ করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই সেক্টরে জীবনের চেয়ে পণ্যের মূল্য বেশি। তাই প্রায়ই এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। এ ঘটনায় আদালতে যাবেন বলেও জানান বিশিষ্ট এ আইনজীবী। তিনি বলেন, পোশাক কারখানায় অগ্নিনির্বাপকের যথেষ্ট ব্যবস্থা নেয়ার জন্য মালিকদেরকে বাধ্য করতে হাইকোর্ট একটি রুল দিয়েছিল। কিন্তু প্রশাসন ও মালিকপ হাইকোর্টের এই নির্দেশ মান্য করছে না।
কেন আদালতের আদেশ মালিকপ মানছে না এবং সরকারও মানতে বাধ্য করছে না এ বিষয়ে রিট আবেদন করতে আদালতে যাওয়ার কথা জানান তিনি।
No comments