'আম আদমি পার্টি' গড়লেন কেজরিওয়াল
ভারতের দুর্নীতিবিরোধী টিম আন্নার প্রভাবশালী সদস্য অরবিন্দ কেজরিওয়াল নতুন দল গঠন করছেন। দলের নাম 'আম আদমি পার্টি'। দিলি্লর কনস্টিটিউশন ক্লাবে গতকাল শনিবার ৩০০ জন সদস্যের উপস্থিতিতে নতুন দলের নাম ও গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
কেজরিওয়াল বলেছেন, আসন্ন পার্লামেন্ট নির্বাচনে তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আভাস পাওয়া গেছে, নির্বাচনের সময় আন্না হাজারে এই দলটিকে সমর্থন করতে পারেন।বৈঠকের আগে এক টুইট বার্তায় কেজরিওয়াল বলেন, সাধারণ মানুষের জন্য পূর্ণ স্বাধীনতা এবং মুদ্রাস্ফীতি থেকে মুক্তিই হবে এ দলের লক্ষ্য। প্রাথমিক অবস্থায় তারা ২৫-৩০টি গণদাবি নিয়ে কাজ করবেন বলে জানা গেছে। এর খসড়া তৈরিতে আরো তিন-চার মাস সময় লেগে যাবে। দলটির প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব গান্ধী পরিবারের প্রতি ইঙ্গিত করে বলেন, 'আমরা গঠনতন্ত্রে পরিবার-নির্ভর দল পরিচালনের বিপক্ষে বিধান রেখেছি।'
দলে পূর্ণাঙ্গ গণতন্ত্র থাকবে নিশ্চিত করে কেজরিওয়াল জানিয়েছেন, শিগগিরই ৩০ সদস্যের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। সূত্র : হিন্দুস্তান টাইমস।
No comments