ব্রিটিশ পার্লামেন্টে হিজাব পরে প্রথম বক্তব্য
প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টে হিজাব পরে বক্তব্য দিয়েছে এক কিশোরী। তার নাম সুমাইয়া করিম (১৬)। সে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ইয়ুথ পার্লামেন্টের সদস্য হিসেবে ডিসপ্যাচ বক্সের (যে টেবিলের সামনে দাঁড়িয়ে এমপিরা কথা বলেন) সামনে দাঁড়িয়ে গত শুক্রবার জাতীয় পাঠ্যক্রমের ব্যাপারে নিজের মতামত তুলে ধরে।
এবারের হাউস অব কমন্সের ইয়ুথ পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে যোগ দিতে আসে ৩০০ কিশোর-কিশোরী। বয়স ১১ থেকে ১৮ বছরের মধ্যে। এদেরই একজন পূর্ব লন্ডনের শহর বার্কশায়ারের 'এ'-লেভেল শিক্ষার্থী সুমাইয়া। ভবিষ্যতে তার শল্যচিকিৎসক হওয়ার ইচ্ছা আছে। আগ্রহ রয়েছে রাজনীতিতেও। হিজাব প্রসঙ্গে সুমাইয়া বলে, 'আমি নিজেই হিজাব পরার সিদ্ধান্ত নিয়েছি।' বিতর্কে অংশ নিয়ে সুমাইয়া জাতীয় পাঠ্যক্রমের প্রসঙ্গ তুলে আনে। তার মতে, জাতীয় পাঠ্যক্রমে রাজনৈতিক শিক্ষা, যৌন শিক্ষা এবং সম্পর্ক তৈরির ব্যাপারে পরামর্শ থাকা উচিত। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।
No comments