বরিশালের সঙ্গে ৫ রুটে বাস চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে: দুই মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে বরিশাল-ঝালকাঠীসহ ৫ রুটে গত মঙ্গলবার থেকে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এ সময়ের মধ্যে বরিশাল-পটুয়াখালী মালিক সমিতির একটি বাস ঝালকাঠী সমিতির লোকজন ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হয়েছে। বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পলাশ কান্তি বালা জানান, সমস্যা নিরসনের জন্য আগামী ৪ঠা জুন সভা আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠীর নলছিটির মোল্লারহাট রুটে গাড়ি চালানোর সংখ্যা নিয়ে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি এবং ঝালকাঠী বাস মালিক সমিতির দ্বন্দ্ব দীর্ঘদিনের। এ দ্বন্দ্বের জের জের ধরে দীর্ঘদিন ধরে বরিশাল-মোল্লারহাট রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরণের উপস্থিতিতে গত ১৭ই এপ্রিল দুই মালিক সমিতির সমঝোতা সভা হলেও পরবর্তীতে এ রুটে গাড়ি চলাচল শুরু হয়নি। ঝালকাঠী জেলা মালিক সমিতি গত মঙ্গলবার একতরফাভাবে মোল্লারহাট রুটে বাস চালানো শুরু করলে বরিশাল মালিক সমিতি বাধা দেয়। ফলে দুই মালিক সমিতির দীর্ঘদিনের দ্বন্দ্ব সংঘাতে রূপ নিয়েছে। গত মঙ্গলবার বিকাল থেকে বরিশাল মালিক সমিতির বাস ঝালকাঠী জেলায় ঢুকতে দেয়া হচ্ছে না। ফলে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে ঝালকাঠীসহ পিরোজপুর, মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া ও রাজাপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে ঝালকাঠী মালিক সমিতির বাস জেলার শেষ সীমানা বরিশাল নগরী সংলগ্ন কালিজিরা ব্রিজ পর্যন্ত এসে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, মঙ্গলবার বিকাল থেকে বরিশাল মালিক সমিতির বাস ঝালকাঠীতে ঢুকতে দেয়া হচ্ছে না। বুধবার সকালে বরিশাল মালিক সমিতির একটি বাসযাত্রী নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া যাওয়ার সময় ঝালকাঠীর গাবখান ব্রিজে ভাঙচুর করা হয়।
No comments