সিলেটে ৬ জনের যাবজ্জীবন
সিলেট অফিস: সিলেটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. মনজুরুল হক খান গতকাল এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিলেটের বিশ্বনাথ থানার সাখারিকোনার ইসহাক আলীর পুত্র আব্দুল করিম ও উমেদ আলী, একই গ্রামের মৃত রস্তুম আলীর পুত্র আলতাবুর রহমান, থানার পশ্চিম সাখরগাঁওয়ের মজর আলীর পুত্র আরাধন ওরফে হারাধন, একই গ্রামের মকরম আলীর পুত্র জমির আলী, সাখারিকোনার উমেদ আলী ইসাক আলী, সাখারিকোনার মৃত ইদ্রিস আলীর পুত্র বশির। এদের মধ্যে আব্দুল করিম ও উমেদ আলী পলাতক, আলতাবুর রহমান মৃত এবং অন্যরা সিলেট কারাগারে রয়েছে। ১৯৯৭ সালের ১৯শে এপ্রিল সকালে পশ্চিম সাখেরগাঁওয়ে ফসলের মাঠে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে ওই গ্রামের আজমান আলীকে খুন করে।
No comments