সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন, এলাকায় শোকের মাতম
শরীয়তপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় শরীয়তপুরে একই পরিবারের ৯ জনের লাশ বুধবার রাতে ও গতকাল দুপুরে দাফন করা হয়েছে। ঘটনার পর থেকে এখনও চলছে পুরো ইউনিয়নে শোকের মাতম। সমবেদনা জানাতে আসছে হাজার হাজার নারী-পুরুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে আজ চেয়ারম্যানের বাড়িতে ও সখিপুর থানা বিএনপির পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার মুন্সীগঞ্জের আব্দুল্লাহপুর কদমতলা নামক স্থানে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আর্শিনগর ইউনিয়নের চেয়ারম্যান ও সখিপুর থানা বিএনপির সভাপতি চর ফেলিজ গ্রামের জাকির হোসেন সরদারের স্ত্রীসহ পরিবারের ৯ জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়ার পর মারা যান। নিহতরা হলেন, জাকির সরদারের স্ত্রী বেবী (৪৫), মেয়ে নবম শ্রেণীর ছাত্রী দিলরুবা আক্তার লুবনা (১৫), বোন রোজিনা আক্তার (৩৮), আরেক বোন মিনা বেগম (৫০), ভগ্নিপতি লেলিন (৪০), ভাগিনা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ৩য়বর্ষের ছাত্র বাবু (২৫), ভাগিনা ইয়াস (১০), ভাগ্নি তানজিয়া আক্তার মনি (১১), কাজের মেয়ে খুশি আক্তার (১৫), আরেক ভাগ্নে ২ বছরের শিশু ইসরাত ও আরেক কাজের মেয়ে স্বপ্না (১২)সহ ১২ জন। ড্রাইভারের নাম জানা যায়নি। ঢাকায় জানাজা শেষে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আর্শিনগর ইউনিয়নের চেয়ারম্যান ও সখিপুর থানা বিএনপি’র সভাপতি চর ফেলিজ গ্রামের জাকির হোসেন সরদারের স্ত্রী বেবী, মেয়ে লুবনা, কাজের মেয়ে খুশি, বড় বোন ফেরদৌসি আক্তার মিনা, ভাগিনা বাবুকে চেয়ারম্যানের চর ফেলিজ গ্রামের বাড়ি ও ভাগিনা তাজিন কোদালপুরের খানপাড়া গ্রামে, ছোট বোন রোজিনা আক্তার, ভাগ্নিপতি লেলিন ভাগ্নি ইয়াস, ভাগ্নি তানজিয়াকে ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। দু’দিন ধরে নিহতদের পবিারসহ পুরো ইউনিয়নেজুড়ে চলছে শোকের মাতম। চেয়ারম্যান জাকির সরদার বারবার বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছেন। তাকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে আসছে হাজার হাজার নারী-পুরুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে আজ চেয়ারম্যানের বাড়ি ও সখিপুর থানা বিএনপি’র পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারদের প্রতি সমবেদনা জানান সাবেক এমপি শফিকুর রহমান কিরন, সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু, বিএনপি নেতা আলতাফ মাহমুদ সিকদার সিরাজুল হক মোল্লা, শাহ মোহাম্মদ আব্দুস সালাম, আরিফ-উজ্জামান মোল্লা, কাজী আমির হোসেন টমাস, হাজী বাচ্চু সরদার, মাহবুব আলম খায়েরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
No comments