সংবাদ সম্মেলনে দিলীপ বড়ুয়া-গ্যাস-বিদ্যুতের অভাবে চলমান কোনো শিল্পকারখানা বন্ধ হয়নি
বর্তমান সরকারের সময়ে গ্যাস ও বিদ্যুতের অভাবে চলমান কোনো শিল্পকারখানা বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। শিল্পমন্ত্রী বলেছেন, মহাজোট সরকারের সময় চলমান কোনো শিল্পকারখানা গ্যাস ও বিদ্যুতের কারণে বন্ধ নেই। বিদ্যুতের চাহিদা একদিকে বাড়ছে, অন্যদিকে ভোগেরও বহুমুখীকরণ হয়েছে। সরকারের তিন বছরে নতুন করে দুই হাজার ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজিত হয়েছে। গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ের
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। সরকারের তিন বছরে শিল্প মন্ত্রণালয়ের অর্জিত সাফল্য তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, সরকারের তিন বছরে শিল্প খাতের দুর্বৃত্তায়ন দমন করা হয়েছে। অতীতের মতো ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে একটি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানও বিক্রি করা হয়নি। বরং বেসরকারি খাতের বিকাশে সহায়ক ভূমিকা রাখছে শিল্প মন্ত্রণালয়।
দিলীপ বড়ুয়া আরও বলেন, নির্বাচিত সরকারের জন্য তিন বছর পর্যাপ্ত সময় হলেও শিল্প খাতে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা মোকাবিলা এবং বিশ্বমন্দার কারণে মন্ত্রণালয়ের চলার গতি মাঝেমধ্যে বাধাগ্রস্ত করেছে।
শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে জাতীয় শিল্পনীতি করা হয়েছে। শিল্পনীতিকে এখন শিল্প আইনে পরিণত করার কাজ শুরু হয়েছে। পরিবেশবান্ধব জাহাজ ভাঙা ও পুনরুৎপাদন বিধি তৈরি করা হয়েছে। জাহাজ নির্মাণ আইন তৈরির কাজ চলছে। বিসিকের আওতায় কয়েকটি শিল্পনগর স্থাপনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত কলকারখানার শ্রমিকদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সাত লাখ থেকে ২৪ লাখ টাকা পর্যন্ত বন্ধকবিহীন ঋণের ব্যবস্থা করা হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, গত তিন বছরে দেশের কোথাও সার নিয়ে সংকট হয়নি। অতীতের মতো সারের পেছনে কৃষকদের ঘুরতে হয়নি। জীবনও দিতে হয়নি। সার কৃষকের পেছনে ছুটেছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারের সুষ্ঠু বণ্টনের ফলে বর্তমান সরকারের সময়ে বাম্পার ফলন হয়েছে। তিনি জানান, প্রতি কেজি ইউরিয়া সারের উৎপাদন ব্যয় ৪১ টাকা। কৃষকদের কাছে বিক্রি হচ্ছে ১৮ টাকায়। প্রতি কেজি সারে ২৩ টাকা ভর্তুকি দিতে হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাভারে চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণের কাজ না পেয়ে ভারতীয় প্রতিষ্ঠান উচ্চ আদালতে মামলা করায় আদালত নির্মাণকাজের কার্যাদেশ দেওয়ার ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন। আগামীকাল (আজ বৃহস্পতিবার) পূর্ণ বেঞ্চে এই রায়ের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
দিলীপ বড়ুয়া বলেন, রাজশাহী ও নর্থ বেঙ্গল চিনিকলে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। তা ছাড়া চিনিকল দুটিতে অপরিশোধিত চিনি পরিশোধন করার প্রক্রিয়াও চলছে।
দিলীপ বড়ুয়া আরও বলেন, নির্বাচিত সরকারের জন্য তিন বছর পর্যাপ্ত সময় হলেও শিল্প খাতে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা মোকাবিলা এবং বিশ্বমন্দার কারণে মন্ত্রণালয়ের চলার গতি মাঝেমধ্যে বাধাগ্রস্ত করেছে।
শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে জাতীয় শিল্পনীতি করা হয়েছে। শিল্পনীতিকে এখন শিল্প আইনে পরিণত করার কাজ শুরু হয়েছে। পরিবেশবান্ধব জাহাজ ভাঙা ও পুনরুৎপাদন বিধি তৈরি করা হয়েছে। জাহাজ নির্মাণ আইন তৈরির কাজ চলছে। বিসিকের আওতায় কয়েকটি শিল্পনগর স্থাপনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত কলকারখানার শ্রমিকদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সাত লাখ থেকে ২৪ লাখ টাকা পর্যন্ত বন্ধকবিহীন ঋণের ব্যবস্থা করা হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, গত তিন বছরে দেশের কোথাও সার নিয়ে সংকট হয়নি। অতীতের মতো সারের পেছনে কৃষকদের ঘুরতে হয়নি। জীবনও দিতে হয়নি। সার কৃষকের পেছনে ছুটেছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারের সুষ্ঠু বণ্টনের ফলে বর্তমান সরকারের সময়ে বাম্পার ফলন হয়েছে। তিনি জানান, প্রতি কেজি ইউরিয়া সারের উৎপাদন ব্যয় ৪১ টাকা। কৃষকদের কাছে বিক্রি হচ্ছে ১৮ টাকায়। প্রতি কেজি সারে ২৩ টাকা ভর্তুকি দিতে হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাভারে চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণের কাজ না পেয়ে ভারতীয় প্রতিষ্ঠান উচ্চ আদালতে মামলা করায় আদালত নির্মাণকাজের কার্যাদেশ দেওয়ার ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন। আগামীকাল (আজ বৃহস্পতিবার) পূর্ণ বেঞ্চে এই রায়ের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
দিলীপ বড়ুয়া বলেন, রাজশাহী ও নর্থ বেঙ্গল চিনিকলে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। তা ছাড়া চিনিকল দুটিতে অপরিশোধিত চিনি পরিশোধন করার প্রক্রিয়াও চলছে।
No comments