এখনও আস্থা শেখ হাসিনা
সরকারের সমালোচনা অনেক বিষয়ে। মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের তাগিদ আছে। সরকারের তিন বছরের কার্যক্রম কতটা সফল, তা নিয়েও সংশয় অনেক। এতকিছুর পরও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এখনও সংখ্যাগরিষ্ঠ জনগণের আস্থাভাজন। যেন তার ওপর ভরসা রাখা যায়। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার কাজের মূল্যায়ন_ এ প্রশ্নে প্রায় সাড়ে ৮ শতাংশ উত্তরদাতা বলছেন 'খুব ভালো করছেন' এবং ৪২ শতাংশের কিছু বেশি বলছেন 'ভালো করছেন'। অর্থাৎ ৫০
শতাংশের বেশি তাকে ভালো বা খুব ভালো বলছেন। কাজের অনুমোদন প্রশ্নে তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার তুলনায় এগিয়ে। খুব ভালো বা ভালো_ বিরোধীদলীয় নেতার ক্ষেত্রে ৩০ শতাংশের কিছু বেশি উত্তরদাতার কাছ থেকে মত এসেছে। প্রধানমন্ত্রীর কাজের মূল্যায়ন প্রশ্নে প্রায় ১৪ শতাংশ উত্তরদাতা বলেছেন_ জানি না। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস জিল্লুর রহমান খান বলেন, বিরোধীদলীয় নেতার সংসদ টানা বর্জনসহ অনেক ইস্যুতে একরোখা নীতি অনুসরণ করার কারণে তার প্রতি সমর্থন অপেক্ষাকৃত কম। দলের যেসব নেতা ক্ষমতায় থাকাকালে দুর্নীতি করেছে, তাদের ব্যাপারেও তিনি কঠোর হতে পারছেন না। ২০০৬ সালের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে তার আন্তরিকতার অভাব ছিল এবং ওয়ান ইলেভেন সংঘটিত হওয়ার জন্য এর দায় রয়েছে। অধ্যাপক ইমতিয়াজ আহমদ মনে করেন, প্রধানমন্ত্রীকে তার টিমের বিষয়ে সচেতন হতে হবে। আগামী দুই বছরে রাজনৈতিক উত্তাপ বাড়বে, এটা স্পষ্ট। জনজীবনে সমস্যা অনেক এবং কোনো কোনোটা আরও প্রকট হবে। এ অবস্থায় মন্ত্রিসভা, উপদেষ্টা এবং প্রশাসনিক কর্মী দল_ সবাইকে নিয়েই তাকে নতুন করে ভাবতে হবে। [ জরিপ গ্রাফ বিশেষ পৃষ্ঠা ৩]
No comments