ডেপুটি গভর্নর নিয়োগে সাক্ষাৎকার সম্পন্ন
অর্থনৈতিক রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) নিয়োগে দ্বিতীয় দফার সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। ডিজি নিয়োগে গঠিত সার্চ কমিটির পক্ষ থেকে এ সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করা হয়। বাংলাদেশ ব্যাংকে সার্চ কমিটির চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান এ সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন। গতকাল সাক্ষাৎকারে ১০ জনের অংশগ্রহণ করার কথা থাকলেও ৯ জন অংশ নিয়েছে। এর আগে গত ২৮শে ডিসেম্বর প্রথম পর্যায়ের সাক্ষাৎকারে ১৫ জন অংশ নিয়েছিল। সব মিলে ২৪ জন ডেপুটি গভর্নরের ৩ পদের জন্য এ পরীক্ষা দিলেন। জানা গেছে, গত ১৩ই নভেম্বর অর্থমন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকের তিন জন ডেপুটি গভর্নর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ সুবিধার জন্য সরকার সার্চ কমিটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরি, কমিটির সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব গোকুল চাঁদ দাস। তিনটি ডিজি পদে মোট ৪৮ জন দরখাস্ত করে। তাদের মধ্যে ২৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করে সাক্ষাৎকারে আহ্বান করা হয়। এতে মোট ২৪ জনের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান এ পদের প্রার্থী সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় নয় জনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, মো. নজরুল হুদা, মো. জিয়াউল হাসান সিদ্দিকী এবং মুর্শিদ কুলি খান বিগত ৪ বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে নজরুল হুদা ও জিয়াউল হাসান সিদ্দিকীর চাকরির মেয়াদ শেষ হয়েছে গত ৪ নভেম্বর। আর মুর্শিদ কুলি খানের ১৪ই নভেম্বর। কিন্তু তাদের তিনজনের চাকরির মেয়াদ ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ তিন ডেপুটি গভর্নরের স্থলে নতুন তিনজন ডেপুটি গভর্নর নিয়োগ দেয়া হচ্ছে।
No comments