এ মাসেই রাজশাহীতে গ্যাস সংযোগ
স্টাফ রিপোর্টার: চলতি মাসেই রাজশাহী অঞ্চলে গ্যাস সংযোগ দয়া হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। গ্যাস খাতে বিগত তিন বছরের অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় পেট্রো সেন্টারে। গ্যাস সঙ্কটের কারণে ২০০৯ সালের জুলাই থেকে নতুন গ্যাস সংযোগ দেয়া বন্ধ থাকা অবস্থায় পেট্রোবাংলা রাজশাহীতে গ্যাস সংযোগ দেয়ার এই ঘোষণা দিলো। পেট্রোবাংলার চেয়ারম্যান বলেছেন, গত তিন বছরে উৎপাদন দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট বেড়েছে। তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারিতে এ সরকার দায়িত্ব নেয়ার সময় দৈনিক গড় উৎপাদন ছিল ১৭৪৪ এমএমসিএফ, এখন তা ২০৬৪ এমএমসিএফ-এ উন্নীত হয়েছে। বর্তমানে দৈনিক গ্যাসের উৎপাদন ক্ষমতা ২২৪৯ এমএমসিএফ। তিনি জানান, বর্তমানে দৈনিক গ্যাসের ঘাটতি প্রায় ৫০০ এমএমসিএফ। তবে আগামী তিন থেকে চার মাসের মধ্যে দৈনিক ১৮৫ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। সাতটি গ্যাসক্ষেত্র থেকে এ গ্যাস পাওয়া যাবে। ড. হোসেন মনসুর জানান, বর্তমানে মোট গ্যাসের প্রাথমিক মজুত (প্রমাণিত ও সম্ভাব্য) ২০ দশমিক ৬১ ট্রিলিয়ন ঘনফুট। গত বছরের ডিসেম্বর পর্যন্ত মোট গ্যাস উৎপাদন হয়েছে ১০ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। সে হিসাবে বর্তমানে প্রাক্কলিত গ্যাসের মজুত (প্রমাণিত ও সম্ভাব্য) রয়েছে ৯ দশমিক ৮৭ ট্রিলিয়ন ঘনফুট। চলতি বছর এবং আগামী বছরের চাহিদা মেটাতে আরও প্রায় ২০টি কূপ খনন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এসব কূপ থেকে প্রায় ৫০০ এমএমসিএফ গ্যাস উৎপাদন হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোসেন মনসুর বলেন, নতুন গ্যাস সংযোগ দেয়া হবে কি না তা সরকার সিদ্ধান্ত নেবে। তবে এ মাসের মধ্যে রাজশাহী অঞ্চলে গ্যাস সংযোগ দেয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যদের বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক, পেট্রোবাংলার পরিচালক (প্ল্যানিং) মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, পরিচালক (পিএসসি) মো. ইমাদুদ্দীন উপস্থিত ছিলেন।
No comments