ডিএসই’তে ৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন
অর্থনৈতিক রিপোর্টার: একদিন নিম্নমুখী থাকার পর দেশের পুঁজিবাজার আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। দিন শেষে দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্টে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে সূচক বেড়েছে ১৩৯ পয়েন্ট। এদিকে ডিএসই’তে আর্থিক লেনদেন হয়েছে ৭১০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১৬ কোটি টাকা বেশি। লেনদেন বাড়ার এই পরিমাণ গত প্রায় ৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৩শে নভেম্বর ডিএসই’তে ১,০৫১ কোটি টাকার লেনদেন হয়েছিল। এক টানা বেশ কয়েক দিন দর বৃদ্ধির পর গত সোমবার ডিএসই’তে সূচক ও লেনদেন হ্রাস পায়। তবে বাজারের এ আচারণকে সংশ্লিষ্টরা মূল্য সংশোধন বলেই মনে করছেন। একটানা দর বাড়ার কারণে অনেকেই তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করনে ওইদিন। এর পর একদিন পরেই আবার বাজার ঊর্ধ্বমুখী হওয়াকে ইতিবাচক লক্ষণ বলে মনে করছেন বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টদের মতে, এসইসি সমপ্রতি গ্রহণ করা বেশ কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়ন হতে শুরু হয়েছে। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার সংরক্ষণ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী অনেকে শেয়ার কেনা শুরু করেছেন। এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে বলে মনে করছেন তারা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসই’তে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিনশেষে ডিএসই’র সাধারণ মূল্যসূচক ৬৭.৬০ পয়েন্ট বেড়ে ৫৪০১.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই’তে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০টিরই দাম বেড়েছে। কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৭১০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১৬ কোটি টাকা বেশি। ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার কোটি টাকায়। অন্যদিকে, সিএসই’র সার্বিক মূল্যসূচক ১৭৪.৫৪ পয়েন্ট বেড়ে ১৫২৪৯.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই’তে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫০টিরই দাম বেড়েছে। কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসই’তে ৬২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। দিন শেষে ডিএসই’তে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- ফু-ওয়াং সিরামিকস, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, আরএন স্পিনিং, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, আফতাব অটো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, মার্কেন্টাইল ব্যাংক ও ফুওয়াং ফুড। দর বৃদ্ধির শীর্ষে ১০টি কোমপানি হলো- ডিবিএইচ, রূপালী ইন্স্যুঃ, এনএইচএফআইএল, সায়হাম টেক্সটাইল, মাইডাস ফাইন্যান্স, ডেল্টা স্পিনিং, আরডি ফুড, উত্তরা ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ন ও সোনারগাঁও টেক্সটাইল। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো এপেক্স স্পিনিং, ডেল্টা লাইফ, ৩য় আইসিবি, আইসিবি ১ম এনআরবি, জুট স্পিনার্স, মুন্নু স্টাফলার, এমবিএল ১ম মিউঃ ফান্ড, আইসিবি এএমসিএল ২য় ও প্রিমিয়ার ব্যাংক।
দুই পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির দুই জন উদ্যোক্তা পরিচালক পূর্বঘোষিত নিজ নিজ কোম্পানির শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দু’টি হলো আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং পিপলস্ লিজিং। ওয়েবসাইট থেকে আরও জানা যায়, আল আরাফাহ ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ আবদুল মালেক মোল্লা পূর্বঘোষিত ৬ লাখ এবং পিপলস লিজিংয়ের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলী হোসেন পূর্বঘোষিত ৭ লাখ ১৫ হাজার ৯৫৪টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বর্তমান বাজার মূল্যে ডিএসই’র মাধ্যমে তারা এ শেয়ার ক্রয় করেছেন।
দুই পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির দুই জন উদ্যোক্তা পরিচালক পূর্বঘোষিত নিজ নিজ কোম্পানির শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দু’টি হলো আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং পিপলস্ লিজিং। ওয়েবসাইট থেকে আরও জানা যায়, আল আরাফাহ ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ আবদুল মালেক মোল্লা পূর্বঘোষিত ৬ লাখ এবং পিপলস লিজিংয়ের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলী হোসেন পূর্বঘোষিত ৭ লাখ ১৫ হাজার ৯৫৪টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বর্তমান বাজার মূল্যে ডিএসই’র মাধ্যমে তারা এ শেয়ার ক্রয় করেছেন।
No comments