টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি: টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে গতকাল মৌলভীবাজারে লতিফিয়া ইসলামি সমাজ সেবা পরিষদ শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সমাজসেবামূলক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ২০টি সংগঠন অংশ নেয়। বক্তারা টিপাইমুখ বাঁধ বন্ধের জন্য জাতিসংঘ বরাবরে আবেদন করার জন্য সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি শফিকুল আলম সুহেল, ব্যবসায়ী মাহমুদুর রহমান, সংগঠক নুরুল ইসলাম, সমাজ সেবা পরিষদের সভাপতি দেলওয়ার হাসান সুমন, সেক্রেটারি মুসলেহ উদ্দিন, আবদুর রাজ্জাক, শফিউল আলম জুবেল, মিসবাহ আহমদ, ফুয়াদ আলম প্রমুখ।
গতকাল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সমাজসেবামূলক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ২০টি সংগঠন অংশ নেয়। বক্তারা টিপাইমুখ বাঁধ বন্ধের জন্য জাতিসংঘ বরাবরে আবেদন করার জন্য সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি শফিকুল আলম সুহেল, ব্যবসায়ী মাহমুদুর রহমান, সংগঠক নুরুল ইসলাম, সমাজ সেবা পরিষদের সভাপতি দেলওয়ার হাসান সুমন, সেক্রেটারি মুসলেহ উদ্দিন, আবদুর রাজ্জাক, শফিউল আলম জুবেল, মিসবাহ আহমদ, ফুয়াদ আলম প্রমুখ।
No comments