পাকিস্তানকে নিয়ে ভাবনাহীন স্ট্রস
স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে আগের সিরিজে প্রশ্নের মুখে পড়লেও পাকিস্তানের এবারের স্কোয়াড নিয়ে তেমন চিন্তা করছেন না ইংলিশ দলপতি অ্যান্ড্রু স্ট্রস। ইংল্যান্ড সফরে ম্যাচ পাতানোর ওই ঘটনায় নাম জড়ানো ওয়াহাব রিয়াজ, ইমরান ফরহাত ও উমর আকমল রয়েছেন এ সিরিজে পাক দলে। ওই মামলায় তিন পাক তারকা সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে জেলে যেতে হলেও রিয়াজ-আকমলদের এ অভিযোগে মামলার মুখে পড়তে হয়নি শেষ পর্যন্ত। পাকিস্তানের হোম সিরিজে খেলতে আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়ার আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মিডিয়ার কাছে এ বিষয়ে তার মনোভাব প্রকাশ করেন ইংল্যান্ড দলপতি। প্রশ্নবিদ্ধ রিয়াজ-আকমলদের পাক স্কোয়াডে অন্তর্ভুক্তি প্রসঙ্গে স্ট্রস বলেন, সেরা দল গঠন করাটাই তাদের দায়িত্ব। ওই ক্রিকেটারদের দলে রাখা দরকার মনে করে থাকবেন তারা। স্পট ফিক্সিং ঘটনাটি এমন বিষয়ে নতুন করে ভাববার অবকাশ এনেছে সত্যি। তবে আমরা এই মুহূর্তে শুধু ক্রিকেট নিয়েই ভাবতে চাই। খেলতে চাই যে কোন একাদশের সঙ্গে। গত ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে জুয়াড়িদের যোগসাজশে ইচ্ছাকৃত নো-বল করেন মোহাম্মদ আমির। আর এতে প্রচ্ছন্ন মদদ দেন তখনকার পাক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ। লন্ডনের এক আদালতে অভিযোগ প্রমাণিত হলে বর্তমানে কারবাসে রয়েছেন ওই তিন পাক ক্রিকেটার।স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে আগের সিরিজে প্রশ্নের মুখে পড়লেও পাকিস্তানের এবারের স্কোয়াড নিয়ে তেমন চিন্তা করছেন না ইংলিশ দলপতি অ্যান্ড্রু স্ট্রস। ইংল্যান্ড সফরে ম্যাচ পাতানোর ওই ঘটনায় নাম জড়ানো ওয়াহাব রিয়াজ, ইমরান ফরহাত ও উমর আকমল রয়েছেন এ সিরিজে পাক দলে। ওই মামলায় তিন পাক তারকা সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে জেলে যেতে হলেও রিয়াজ-আকমলদের এ অভিযোগে মামলার মুখে পড়তে হয়নি শেষ পর্যন্ত। পাকিস্তানের হোম সিরিজে খেলতে আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়ার আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মিডিয়ার কাছে এ বিষয়ে তার মনোভাব প্রকাশ করেন ইংল্যান্ড দলপতি। প্রশ্নবিদ্ধ রিয়াজ-আকমলদের পাক স্কোয়াডে অন্তর্ভুক্তি প্রসঙ্গে স্ট্রস বলেন, সেরা দল গঠন করাটাই তাদের দায়িত্ব। ওই ক্রিকেটারদের দলে রাখা দরকার মনে করে থাকবেন তারা। স্পট ফিক্সিং ঘটনাটি এমন বিষয়ে নতুন করে ভাববার অবকাশ এনেছে সত্যি। তবে আমরা এই মুহূর্তে শুধু ক্রিকেট নিয়েই ভাবতে চাই। খেলতে চাই যে কোন একাদশের সঙ্গে। গত ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে জুয়াড়িদের যোগসাজশে ইচ্ছাকৃত নো-বল করেন মোহাম্মদ আমির। আর এতে প্রচ্ছন্ন মদদ দেন তখনকার পাক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ। লন্ডনের এক আদালতে অভিযোগ প্রমাণিত হলে বর্তমানে কারবাসে রয়েছেন ওই তিন পাক ক্রিকেটার।
No comments