জারদারিকে জুডিসিয়াল কমিশনে তলব
পাকিস্তানের বহুল আলোচিত 'মেমোগেট কেলেঙ্কারি'র তদন্তকারী জুডিসিয়াল কমিশন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে তলব করেছেন। এ ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য আগামী ৯ জানুয়ারি কমিশনের সামনে উপস্থিত থাকার জন্য জারদারিকে নোটিশ পাঠানো হয়েছে। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে স্থানীয় এক টিভি চ্যানেলের খবরে বলা হয়, বিচারক প্যানেলের সামনে ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট জারদারির উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। পরামর্শক কোনো ব্যক্তির মাধ্যমে
তিনি বিচার বিভাগীয় কমিশনের কাছে তার বক্তব্য পেশ করতে পারবেন। গত ২ জানুয়ারি পাকিস্তানের সুপ্রিম কোর্ট মেমোগেটের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ এবং আবেদনকারীকে তাদের বক্তব্য দেওয়ার জন্য নোটিশ পাঠানোর নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশ মোতাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি, সামরিক গোয়েন্দাপ্রধান লে. জেনারেল আহমেদ সুজা পাশা, যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি, পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর আইয়াজকে আদালতের নোটিশ পাঠানো হয়েছে। পিটিআই।
No comments