১২৯ বছরের রেকর্ড ভঙ্গ
স্পোর্টস ডেস্ক: সিডনির মাঠে প্রথম টেস্ট খেলা হয়েছিল ১২৯ বছর আগে। এতদিনে সময়ের সঙ্গে বদলেছে ক্রিকেট ও ক্রিকেট খেলার মাঠ। সিডনি মাঠও আয়তনে কমে এসেছে। কুয়াশা ও শিশিরমুক্ত রাখতে পিচ ঢেকে রাখাটা এখন বাধ্যতামূলক। মাথা বাঁচাতে প্রবর্তন হেলমেটের ব্যবহার। এখনকার ব্যাটসম্যানদের রান তোলা সহজ করতে অনুকূল নানা ব্যবস্থা নেয়া হয়েছে। বিপরীতে বোলারদের জন্য এসেছে সীমাবদ্ধতা। তবে এর মধ্যেও টেস্ট ক্রিকেটে ফাস্ট বোলারদের ভূমিকা আরেকবার স্পষ্ট হলো কাল- সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এক দিনেই ‘ব্যাটিংয়ের মাঠ’খ্যাত এসসিজিতে দু’দলের উইকেট পতন হয়েছে ১৩টি। এতে ভেঙে গেছে সিডনি মাঠের ১২৯ বছরের রেকর্ড। ১৮৮২ সালে সিডনি টেস্টের প্রথম দিনে ১১ উইকেটের পতন হয়েছিল। পরের সোয়াশ’ বছর এখানে প্রথম দিনটি উপভোগই করেছেন ব্যাটসম্যানরা। কালকের ১৩ উইকেটের সবই গেছে পেসারদের ঝুলিতে। আগে ব্যাটিং করে ১৯১ রানে গুটিয়ে যাওয়া ভারতের উইকেটগুলো পান পেসার প্যাটিনসন, হিলফেনহস ও সিডল। জবাবে নামা অস্ট্রেলিয়ার ৩ উইকেটও তুলে নেন ভারতীয় পেসার জহির খান। বিশেষজ্ঞ মতে সিডনির পিচ অনেকটা উপমহাদেশের মতো। অতিতে এখানে স্পিনাররা সহায়তাও পেয়ে থাকেন অনেক। ভারতের শচীন-লক্ষণের অতীত পারফরমেন্সও বেশ ভাল। কিন্তু ভারতের ব্যাটিংয়ে মেলবোর্নের সেই ভঙ্গুর দশায় পরিবর্তন হয়নি। আরেকবার ভারতের ব্যাটিং লাইন ধসে পড়লো অসি গতির ঝড়ে। গতকাল শুরু হওয়া সিরিজের দ্বিতীয় আর মাঠের শততম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারতের অধিনায়ক এমএস ধোনি।
No comments