একজন বন্যা by জনি হক

তিন দিনের 'রবীন্দ্র উৎসব :সুরের ধারা'। এত বড় একটি আয়োজন, কিন্তু সবই সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আর অন্য দিনের মতোই সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে উৎসবের প্রতিটি অনুষ্ঠানেই অনেক হাসিখুশি দেখেছি। যেন কোনো ক্লান্তি নেই! ক্লান্তিকে ভুলিয়ে রাখার কোনো মানসিক প্রস্তুতি তার ছিল কি-না এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তার এই স্পৃহার উৎস কি রবীন্দ্রনাথ ঠাকুর? 'তা তো অবশ্যই। তবে এটা আলাদা প্রস্তুতির ব্যাপার


নয়। আমার পুরো ভাবনাজুড়ে ছিল অনুষ্ঠানটি ভালোভাবে শেষ করা। শেষ পর্যন্ত সেই চেষ্টাটুকু ছিল আমার। তাছাড়া পুরো আয়োজন ছিল সম্মিলিত প্রয়াস।' রবীন্দ্রনাথের সমুদ্রসম গানের ভাণ্ডারকে শ্রোতার কাছে পৌঁছানোই ছিল সুরের ধারার লক্ষ্য। আয়োজনটি নিয়ে এ ধারণা করা ছিল সহজ। তবুও বন্যার কাছে প্রশ্ন_ এ উৎসবের মূল উদ্দেশ্য কি সফল হয়েছে? 'অবশ্যই। মিলিত প্রাণের আনন্দে সফল হয়েছি আমরা। যে পরিশ্রম বা কষ্ট করেছি এবং যে জন্য করেছি; মনে হয়েছে, আমরা সার্থক। পরিশ্রম, কষ্টগুলো অনুষ্ঠান শেষে আনন্দে রূপ নিয়েছে।'
'রবীন্দ্র উৎসব :সুরের ধারা'র উদ্বোধনী আয়োজনে ছিল সহস্র শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা। রেজওয়ানা চৌধুরী বন্যাও ছিলেন সেই হাজার শিল্পীর একজন। এমন অভিজ্ঞতা এর আগে কখনও হয়নি তার। এবারই প্রথম সেই স্বাদ পেলেন। কেমন লেগেছে? 'একজন শিল্পী হিসেবে ব্যাপারটি অবশ্যই আনন্দের। দর্শক-শ্রোতা বলতে পারবেন সহস্র কণ্ঠের গান কেমন হয়েছে। এবারই প্রথম এমন একটি অনুষ্ঠানে অংশ নিলাম এবং তা আমার দেশের মাটিতেই, সেজন্য খুব ভালো লেগেছে।'
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন 'রবীন্দ্র উৎসব : সুরের ধারা'য় এসেছিলেন। এই উৎসব আর শ্রুতি গীতবিতান নিয়ে তিনি খুব খুশি হয়েছেন। তিনি নিজেও এতটা প্রত্যাশা করেননি। এই আয়োজনের বিশালতা তাকে মুগ্ধ করেছে। অমর্ত্য সেন বন্যাকে সেকথা বারবার বলেছেনও। যে বিষয়টিকে ঘিরে এই উৎসব, সেই 'শ্রতি গীতবিতান'-এ কবিগুরুর ২ হাজার ২২২টি গান রয়েছে। গানের সংখ্যাটা এমন হওয়ার কারণ কী? 'অনেক গানের স্বরলিপি নেই, সেগুলো বাদ পড়েছে আবার বেশ কিছু গানের একাধিক সুর রয়েছে। আমরা সব বিষয় সমন্বিত করতে চেয়েছি।'
উৎসবে বিভিন্ন সেমিনার, রবীন্দ্রনাথের গান, গীতিনাট্য, নৃত্যনাট্য, মঞ্চনাট্য, রবীন্দ্রনাথের গল্পভিত্তিক চলচ্চিত্র ও রবীন্দ্রনাথকে নিয়ে তৈরি চলচ্চিত্র এবং বইয়ের প্রদর্শনী ছিল। এসব আয়োজনের চেয়ে বন্যার আলাদাভাবে ভালো লেগেছে এগুলো দেখতে আসা দর্শক উপস্থিতি। 'দর্শক সমাগমের ব্যাপারটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। উৎসবের আগে অনেকেই দর্শক সমাগম নিয়ে আশঙ্কা করেছিলেন। কিন্তু আমি দেখলাম, উপচেপড়া দর্শক। এটা আমার জন্য ছিল খুবই ভালো লাগার বিষয়।'
সব মিলিয়ে সাড়া পেলেন কেমন? 'অভাবনীয়। নৃত্যনাট্য 'চিত্রাঙ্গদা', গান্ধর্বলোক অর্কেস্ট্রার পরিবেশনাসহ বেশ কিছু অনুষ্ঠান দেখার জন্য দর্শক লাইন ধরেছিলেন। আমি বিমুগ্ধ হয়ে তাদের দেখেছি।'

No comments

Powered by Blogger.