নকল পুনম পান্ডে!
আবারও খবরের শিরোনামে পুনম পান্ডে। তবে এবার ‘বিতর্কিত’ কোনো ঘোষণা বা কাণ্ডের জন্য নয়, ভারতীয় এ মডেল আলোচনায় এসেছেন তাঁর ‘নকল’ বেরিয়েছে বলে! জি নিউজের খবরে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনীতে এক অনুষ্ঠানে আয়োজকেরা পুনম পান্ডে হিসেবে এক নারীকে পরিচয় করিয়ে দেন, যিনি ‘আসল’ পুনম নন। এ ঘটনায় আসল পুনম মর্মাহত।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে পুনম বলেন, ‘হ্যাঁ, বিষয়টি আমি জেনেছি। এরই মধ্যে আয়োজকদের আইনি নোটিশ পাঠিয়েছি।’
ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটারদের আরও উজ্জীবিত করতে বিবস্ত্র হবেন—এমন ঘোষণা দিয়ে রাতারাতি তারকা বনে যান পুনম। বিশ্বের অনেক নামীদামি ম্যাগাজিন থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিবস্ত্র হওয়ার প্রস্তাব পান তিনি। কিন্তু কোনো প্রস্তাবেই রাজি হননি পুনম। সাফ জানিয়ে দেন, ভারতীয় দলকে উজ্জীবিত করার জন্যই কেবল বিবস্ত্র হতে প্রস্তুত তিনি।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের বাজে পারফরম্যান্স সম্পর্কে সম্প্রতি টুইটারে এক প্রতিক্রিয়ায় পুনম বলেন, ‘ভারতীয় ব্যাটসম্যানরা বিশ্বস্ত স্বামীর মতো। ঘরে ফিরলেই ভালো খেলে!’
No comments