পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে চীন

চীনের প্রধান পরমাণু বিদ্যুৎ কোম্পানি পাকিস্তানে একটি এক গিগাওয়াট পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য দেশটির সঙ্গে আলোচনা করছে। একটি পত্রিকার খবরে গতকাল মঙ্গলবার এ কথা বলা হয়।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন (সিএনএনসি) এরই মধ্যে পাঞ্জাব প্রদেশের চশমায় একটি বেসামরিক পরমাণু চুল্লি নির্মাণে পাকিস্তানকে সহায়তা করেছে। এ ছাড়া দ্বিতীয় আরেকটি পরমাণু চুল্লির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন তারা আরও দুটি চুল্লি নির্মাণের ব্যাপারে পাকিস্তানের সঙ্গে চুক্তি করতে আগ্রহী।

No comments

Powered by Blogger.