ম্যারাডোনা নন, বেন্টো
কার্লোস কুইরোজের রেখে যাওয়া শূন্যস্থানটা পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু ডিয়েগো ম্যারাডোনাকে নয়, জাতীয় দলের কোচ হিসেবে পর্তুগাল বেছে নিল পাওলো বেন্টোকে। ৪১ বছর বয়সী এই সাবেক পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডারই হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোদের পরবর্তী কোচ। ২০১২ ইউরো পর্যন্ত দায়িত্ব পাচ্ছেন তিনি। হোসে মরিনহো শেষ পর্যন্ত আপৎকালীন কোচ হতে না পারায় অনেকটা তড়িঘড়ি করেই বেন্টোকে নিয়োগ দিতে হয়েছে। আগামী মাসে ইউরো বাছাইপর্বে ডেনমার্ক আর আইসল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল।
No comments