আফগানিস্তানে ২৫০ কোটি ডলারের ঘুষ লেনদেন
আফগানিস্তানে গত এক বছরে আড়াই শ কোটি মার্কিন ডলারেরও বেশি ঘুষ লেনদেন হয়েছে। এই অর্থ দেশটির মোট জাতীয় উত্পাদনের প্রায় এক-চতুর্থাংশ। জাতিসংঘের একটি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিভিন্ন সরকারি অফিসে কমপক্ষে একবার করে ঘুষ দিয়েছে আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ।
আফগানিস্তানের এক হাজার ৬০০ গ্রামের সাত হাজার ৬০০ মানুষের ওপর জরিপ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
গত মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিভিন্ন সরকারি অফিসে কমপক্ষে একবার করে ঘুষ দিয়েছে আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ।
আফগানিস্তানের এক হাজার ৬০০ গ্রামের সাত হাজার ৬০০ মানুষের ওপর জরিপ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
No comments