ডেনমার্কে বোরকা ও স্কার্ফের স্থান নেই: প্রধানমন্ত্রী
ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোয়েক্কে রাসমুসেন বলেছেন, ডেনমার্কে বোরকা ও স্কার্ফের কোনো স্থান নেই। তিনি আরও বলেন, তাঁর সরকার বোরকা ও স্কার্ফ নিয়ন্ত্রণ করার কথা বিবেচনা করছে।
রাসমুসেন সাংবাদিকদের বলেন, সরকারের অবস্থান পরিষ্কার। ডেনিশ সমাজে বোরকা ও স্কার্ফের কোনো জায়গা নেই। তিনি বলেন, ‘ডেনমার্ক একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজ। এখানে আমরা যাঁর সঙ্গে কথা বলি, তাঁর মুখের দিকে তাকিয়ে কথা বলি। সেটা হোক শ্রেণীকক্ষ কিংবা চাকরিস্থল।’ রাসমুসেন বলেন, ‘এ কারণে আমরা ডেনিশ সমাজে ওই পোশাক দেখতে চাই না।
রাসমুসেন সাংবাদিকদের বলেন, সরকারের অবস্থান পরিষ্কার। ডেনিশ সমাজে বোরকা ও স্কার্ফের কোনো জায়গা নেই। তিনি বলেন, ‘ডেনমার্ক একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজ। এখানে আমরা যাঁর সঙ্গে কথা বলি, তাঁর মুখের দিকে তাকিয়ে কথা বলি। সেটা হোক শ্রেণীকক্ষ কিংবা চাকরিস্থল।’ রাসমুসেন বলেন, ‘এ কারণে আমরা ডেনিশ সমাজে ওই পোশাক দেখতে চাই না।
No comments