ইরাকের কারাবন্দী তারিক আজিজকে মুক্তি দিতে ওবামার কাছে আবেদন
মানবিক দিক বিবেচনা করে অসুস্থ কারাবন্দী ইরাকের সাবেক উপপ্রধানমন্ত্রী তারিক আজিজকে মুক্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে আবেদন করা হয়েছে। তারিক আজিজের আইনজীবী বদি আরেফ গতকাল বুধবার এ আবেদন করেন। খবর এএফপির।
গত শুক্রবার রাতে ইরাকের কারাগারে বন্দী অবস্থায় ৭৩ বছর বয়সী তারিক আজিজের ব্রেনস্ট্রোক হয়। পরে তাঁকে বাগদাদের উত্তরে বালাদে যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
জর্ডানের আম্মানের আইনজীবী বদি আরেফ গতকাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে আমার মক্কেল তারিক আজিজকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য বারাক ওবামার কাছে আবেদন জানিয়েছি। মুক্তি পেলে তারিক আজিজকে আমরা ইরাক থেকে নিয়ে আসব এবং তাঁকে রক্ষা করতে পারব।’
আইনজীবী আরও বলেন ‘আমি বুধবার ইরাকে মার্কিন বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, তারিক আজিজের অবস্থা স্থিতিশীল কিন্তু বিস্তারিত তথ্য দেয়নি।
মানবাধিকার লঙ্ঘনের অপরাধে তারিক আজিজের সাজা চলছে।
গত শুক্রবার রাতে ইরাকের কারাগারে বন্দী অবস্থায় ৭৩ বছর বয়সী তারিক আজিজের ব্রেনস্ট্রোক হয়। পরে তাঁকে বাগদাদের উত্তরে বালাদে যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
জর্ডানের আম্মানের আইনজীবী বদি আরেফ গতকাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে আমার মক্কেল তারিক আজিজকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য বারাক ওবামার কাছে আবেদন জানিয়েছি। মুক্তি পেলে তারিক আজিজকে আমরা ইরাক থেকে নিয়ে আসব এবং তাঁকে রক্ষা করতে পারব।’
আইনজীবী আরও বলেন ‘আমি বুধবার ইরাকে মার্কিন বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, তারিক আজিজের অবস্থা স্থিতিশীল কিন্তু বিস্তারিত তথ্য দেয়নি।
মানবাধিকার লঙ্ঘনের অপরাধে তারিক আজিজের সাজা চলছে।
No comments