চিকিৎসার সব খরচ দিবেন আফ্রিদি
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4aO4j-FBiHNr2QBUeG4swY4UrBKodJlDlBZQFnASnLrcQ_a-gXquplu88BcxcWFI_Uhw09KiqfThu7FRpPxJI3cz70FNbyRbRiTm6-AZQeOyXOYzjMHKGSo6p05yt_x1JuF9KAsOWDm9e/s400/1.jpg)
পাকিস্তানের
জাতীয় হকি দলের সাবেক গোলরক্ষক মনসুর আহমেদ অসুস্থ। তার চিকিৎসার ব্যয়ভার
বহনে এগিয়ে এলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি
জানিয়েছেন, শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন মনসুরের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন
করবে।
চিকিৎসার অভাবে তাকে ভুগতে হবে না। গতমাস থেকে হৃদযন্ত্রের সমস্যায়
ভুগছেন মনসুর। তাকে বিদেশে গিয়ে চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে। পাকিস্তান
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মনসুরের হৃদপিণ্ড ২০ শতাংশ কাজ করছে।
তার অন্যান্য অঙ্গও বিকল হতে শুরু করেছে। মনসুর ১৮ দিন ধরে আইসিইউ-তে ভর্তি
ছিলেন। এ জন্য যে ব্যয় হয়েছে তার মধ্যে পাঁচ লাখ টাকা দিয়েছে কাস্টমস এবং
বাকিটা পাকিস্তান হকি ফেডারেশন। উল্লেখ্য, ১৯৮৪ সালে হকি বিশ্বকাপে
নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেনাল্টি আটকে পাকিস্তানের জয় এনে দিয়েছিলেন
মনসুর।
No comments