ইরাকে ৩৪ লাখ মানুষের প্রাণহানি
১০০০
মার্কিন টোমাহক-রকেট ইরাকের আকাশের দখল নিয়েছিল ২০০৩ সালের ২০ মার্চ। ইরাক
আগ্রাসনের ১৫ বছর অতিক্রান্ত হয়েছে। বুশের মুক্তির লড়াই আর তার জেনারেলের
অবজ্ঞার স্রোতে গত ১৫ বছরে হারিয়ে গেছে আনুমানিক ১৫ থেকে ৩৪ লাখ লাখ তাজা
প্রাণ।
উইমেন ফর পিস ও গ্লোবাল এক্সচেঞ্জ নামের দুটি মানবতার পক্ষের
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা মেদেয়া বেঞ্জামিন এবং মার্কিন পররাষ্ট্র নীতির
বিশ্লেষক নিকোরাস ডেভিস বলেছেন- গণবিধ্বংসী অস্ত্র সংক্রান্ত ভুল অনুমানের
বলি হয়েছে অন্তত ২৪ লাখ ইরাকি। জাস্ট ফরেন পলিসি ইরাকি ডেথ এস্টিমেটর এবং
ব্রিটিশ এনজিও ইরাক বডি কাউন্ট তাদের সম্মিলিত গবেষণায় ২০১১ সালের
সেপ্টম্বর পর্যন্ত সাড়ে ১৪ লাখ সম্ভাব্য মৃত্যুর পরিসংখ্যান হাজির করেছে।
অপিনিয়ন বিজনেস রিসার্চ ২০০৭ পর্যন্ত ১৩ লাখ ৩০ হাজার প্রাণহানির সম্ভাব্য
পরিসংখ্যান দিয়েছে। ইরাকি বডি কাউন্টের পরিসংখ্যানকে উপজীব্য করে বেঞ্জামিন
ও ডেভিস ওআরবির পরিসংখ্যানে জাস্ট ফরেন পলিসির পদ্ধতি প্রয়োগ করে ২৪ লাখ
ইরাকির মৃত্যুর সম্ভাব্যতা খুঁজে পেয়েছে।
No comments