রিফ্লেক্সোলজি ও আকুপ্রেসার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
দীর্ঘদিন
পর বাংলাদেশে পুনরায় রিফ্লেক্সোলজি ও আকুপ্রেসার বিষয়ক প্রশিক্ষণ
কর্মসূচীর উদ্বোধন হয়েছে। গত ১৬ মার্চ আট দিনব্যাপি (সপ্তাহে ২ দিন করে) এ
প্রশিক্ষণ কর্মসূচীটির উদ্বোধন করেন Acupressure.com.bd প্রধান নির্বাহী,
বিশিষ্ট আকুপ্রেসার থেরাপিষ্ট ও প্রশিক্ষক জুয়েল রানা। অনুষ্ঠানে তিনি
রিফ্লেক্সোলজি ও আকুপ্রেসারের সুফল এবং এই বিস্ময়কর প্রাকৃতিক চিকিৎসার
মাধ্যমে বহু রোগ নিরাময়ের অভিজ্ঞতা বিনিময় করেন। সে সাথে
প্রাচ্য-পাশ্চাত্যে এর ব্যপক জনপ্রিয়তার প্রসঙ্গ উল্লেখ করে আমাদের দেশেও
এর বহুবিদ সম্ভাবনার দিক তুলে ধরেন। আকুপ্রেসারে দীর্ঘ এক দশকেরও বেশি
অভিজ্ঞতা সম্পন্ন জুয়েল রানা বলেন, আকুপ্রেসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও
সম্ভাবনার দিক হলো, এটি শুধু রোগ নিরাময়ই করে না, বরং রোগ প্রতিরোধেও
সাহায্য করে। মানুষ এখন অনেক বেশি সচেতন, তাই শুধু রোগের প্রতিকার নয়
প্রতিরোধের জন্যও বহু মানুষ এই প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিটি সাদরে গ্রহণ
করছে। সেকারণে দিনকে-দিন আমাদের দেশেও এর জনপ্রিয়তা বেড়েই চলছে। অনুষ্ঠানে
আকুপ্রেসার চিকিৎসার সুফলভোগি ও এই কর্মসূচীর প্রধান সমন্বয়ক সাবরিনা হক
বিভিন্ন প্রাকৃতিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আকুপ্রেসারের
পাশাপাশি পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে, জীবনের সকল
ক্ষেত্রে সাফল্য পেতে শৃঙ্খলাপূর্ণ জীবন-যাপন ও মেডিটেশন খুবই জরুরী।
অনুষ্ঠান শেষে উপস্থিত কয়েকজনের অনুরোধে ১৫ মিনিটের একটি রিলাক্সেশন
মেডিটেশন পরিচালনা করেন তিনি। উল্লেখ্য, অনুষ্ঠানে রিফ্লেক্সোলজির
কার্যকারিতা, ইতিহাস ও বর্তমান বিশ্বে এর ব্যপক জনপ্রিয়তা সর্ম্পকে
আলোকচিত্রে উপস্থাপন করেন হা মিম হামিদুল্লাহ। ‘সুস্থ থাকুন, দীর্ঘজীবি
হউন’ এই মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমটি
Acupressure.com.bd এর উদ্যোগে পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানটি থেমস
স্কয়ার ভবন, ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়। আগামী ২৩ মার্চ থেকে মূল প্রশিক্ষণটি
শুরু হবে। প্রাকৃতিক চিকিৎসায় সুস্থতা লাভে আগ্রহীদের প্রশিক্ষণে অংশগ্রহণ
করতে ০১৭১০ ৬২৫ ৬৩৫ নাম্বাররে যোগাযোগ করতে পারেন।
No comments