ইরানি জনগণকে ট্রাম্প অপমান করেছেন: জারিফ
মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্সি নববর্ষ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা
জানাতে গিয়ে তাদের অপমান করেছেন বলে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মোহাম্মাদ জাওয়াদ জারিফ। এক টুইটার বার্তায় ট্রাম্পকে ‘ভুঁইফোঁড়’ নেতা
হিসেবে অভিহিত করে জারিফ বলেন, ইতিহাস, রাজনীতি ও কূটনীতির ওপর ট্রাম্পের
যতটুকু দখল তৈরি হয়েছে তা ২৮০ বর্ণের একটি বার্তার মধ্যে স্থান দেয়া সম্ভব।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হাজার হাজার বছরের সভ্যতার অধিকারী ইরানি
জনগণের এতটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে যে, একজন ভুঁইফোঁড় নেতার নির্বুদ্ধিতা
থেকে উৎসারিত অপমানজনক বক্তব্যে তাদের কিছু এসে যায় না। মার্কিন
প্রেসিডেন্ট ট্রাম্প যিনি তার ইরানবিরোধী চিন্তাধারা প্রকাশের কোনো সুযোগই
হাতছাড়া করতে রাজি নন। তিনি সোমবার ফার্সি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানানোর
অজুহাতে তেহরানের বিরুদ্ধে পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেন। সেই সঙ্গে
মার্কিন প্রেসিডেন্ট ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে
‘বৈরী বাহিনী’ হিসেবে অভিহিত করেন, যা মেনে নেয়া ওই তিন দেশের পক্ষে সম্ভব
নয়।
No comments