ট্রেনে তরুণীর প্রসব করালেন চিকিৎসক


ভারতের ঝাড়খণ্ডের কাণ্ডরা স্টেশন থেকে বাঁকুড়ার গোবিন্দনগরে বাবার বাড়ি যাচ্ছিলেন গর্ভবতী লক্ষ্মী গুপ্ত। এদিকে রোববার রাতে দলীয় কর্মসূচি শেষ করে ফেরা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালকে ট্রেনে তুলতে পুরুলিয়া স্টেশনে ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি সুভাষ সরকার।

এমন সময় প্রসব বেদনা শুরু হয় লক্ষ্মীর। সুভাষ সরকার পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তৎক্ষণাৎ প্রসবের প্রক্রিয়ায় হাত লাগান তিনি। খবর পেয়ে রেলের চিকিৎসক আসেন। তবে তার আগেই প্রসবের যাবতীয় প্রক্রিয়া সেরে ফেলেন তিনি।

লক্ষ্মী ও তার নবজাতক পুত্রসন্তান সুস্থ রয়েছে। পরে রেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা করে পরে মা ও নবজাতককে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে ভর্তি করায়।

এ বিষয়ে সুভাষ বলেন, দীনদয়াল উপাধ্যায়ের জন্মও প্ল্যাটফর্মেই হয়েছিল। সেই কথা মনে রেখে আমরা শিশুটির নাম দীনদয়াল রেখেছি। দীনদয়ালের সঙ্গে ট্রেনের সম্পর্ক নিবিড়। তার জন্ম হয়েছিল প্ল্যাটফর্মে। ১৯৬৮ সালে তার মৃত্যুও হয় ট্রেনের কামরায়।

No comments

Powered by Blogger.