সেনবাগে ৩৮ লিটার মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ পৃথক দু’টি অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৩৮ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের দাস বাড়ির হরিপদ গোস্বামীর ছেলে রিপন চন্দ্র গোস্বামী (৩৬) ও ৩নং ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে আলী আক্কাছ (৩২)।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এসআই সাইফুল ইসলাম ও এএসআই বশির উদ্দিনের নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কানকিরহাট গরুর বাজারে অভিযান চালিয়ে ৩০ লিটার চোরাই মদসহ মাদক ব্যবসায়ী রিপন চন্দ্র গোস্বামীকে (৩৬) ৩০ লিটার চোরাই মদসহ হাতেনাতে গ্রেফতার করেন। এর আগে সোমবার রাত ১০টার দিকে এএসআই সাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কানকিরহাট নামার বাজারের শিমুল বড়ুয়ার বিল্ডিং সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলী আক্কাছকে (৩২) ৮ লিটার মদসহ হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ চৌধুরী উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
No comments