'সৌদি প্রতিরক্ষামন্ত্রীর ইরানবিরোধী বক্তব্য খুবই অপরিপক্ক'
ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামীর প্রধান ড. আলী লারিজানি বলেছেন, সৌদি কর্মকর্তাদের সাম্প্রতিক অসংলগ্ন ও উস্কানিমূলক বক্তব্য থেকে বোঝা যায়, তারা এ অঞ্চলে নতুন করে কোনো ষড়যন্ত্র আঁটছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান গত মঙ্গলবার দাবি করেছেন, ইরান এ অঞ্চলে তার লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে আর এ কারণে ইরানের সাথে সৌদি আরবের কোনো সমঝোতা হতে পারে না। তিনি হুমকি দেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইরানের ভেতরে টেনে নিয়ে যাওয়া হবে। সৌদি প্রতিরক্ষামন্ত্রীর এ হুমকির জবাবে আলী লারিজানি সংসদের প্রকাশ্য অধিবেশনে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা, যুদ্ধ ও রক্তপাতের পেছনে কয়েকটি আরব দেশের হাত রয়েছে এবং ইরানের বিরুদ্ধে সৌদি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য এতোটাই কাঁচা ও অপরিপক্ক যে এর উত্তর দেয়ারও প্রয়োজন পড়ে না। ইরানের সংসদ স্পিকার আরো বলেছেন, সৌদি আরবের মতো রাজতন্ত্র শাসিত যেসব আরব দেশ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির যে চেষ্টা চালাচ্ছে তার ফলে সবচেয়ে উপকৃত হচ্ছে দখলদার ইসরাইল। পরমাণু বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে আলী লারিজানি বলেছেন, তাদের বিশ্বাসঘাতকতার ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা যে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন শেষ পর্যন্ত তাই প্রমাণিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের ব্যাপক উপস্থিতি শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। ইরানের সংসদ প্রধানও বলেছেন, ১৯ মে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের ব্যাপক উপস্থিতি শত্রুদের ষড়যন্ত্র রোধে বলিষ্ঠ ভূমিকা রাখবে। সূত্র : ওয়েবসাইট
No comments