প্রধান বিচারপতিকে দণ্ড দেয়া বিচারকের জেল
কলকাতা হাইকোর্টের বিচারক চিন্নাস্বামী নাথন কারনানকে ছয় মাসের জেল দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এটিই কোনো বিচারপতিকে দেশটির সুপ্রিম কোর্টের দেয়া প্রথম সাজা। ভারতের প্রধান বিচারপতিসহ ৮ বিচারককে কারাদণ্ড প্রদান এবং সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করার দায়ে কারনানকে এ শাস্তি দেয়া হয়। খবর এনডিটিভির। ইতিমধ্যে কারনানকে গ্রেফতারের জন্য কলকাতার পুলিশকে নির্দেশ দিয়েছে দেশটির শীর্ষ আদালত। এর আগে, ভারতের প্রধান বিচারপতি জে এস খেহরসহ আট বিচারপতিকে সোমবার পাঁচ বছর করে ‘সশ্রম কারাদণ্ড’ দেন বিচারপতি সি এস কারনান। আদেশে তিনি বলেন, বর্ণ বৈষম্য, ষড়যন্ত্র, হয়রানি এবং আদালত অবমাননা প্রক্রিয়ার অপব্যবহারের দায়ে ওই বিচারকদের সাজা দেয়া হয়েছে।
সোমবার বিচারপতি কারনান কলকাতার নিউ টাউনের বাসভবন থেকে ১২ পৃষ্ঠার এ আদেশ জারি করেন। বিচারপতিদের পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডের সঙ্গে এই আটজন বিচারপতিকে ১ লাখ রুপি করে জরিমানাও করেন তিনি। এক সপ্তাহের মধ্যে দিল্লির খান মার্কেটে তফসিলি জাতি-উপজাতি সংক্রান্ত জাতীয় কমিশনে সেই টাকা জমা দিতে হবে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের ঘোষণা দেয়া হয়। যে ৮ বিচারপতির বিরুদ্ধে বিচারপতি কারনান রায় দিয়েছেন, তারা হলেন প্রধান বিচারপতি জেএস খেহর, বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদন বি লোকুর, বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ, বিচারপতি কুরিয়েন জোসেফ এবং বিচারপতি আর ভানুমতী। এদের মধ্যে বিচারপতি ভানুমতী বাদে বাকি ৭ জন বিচারপতি একই বেঞ্চের সদস্য। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সেই ৭ সদস্যের বেঞ্চই বিচারপতি কারনানকে বিচার এবং প্রশাসনিক কাজকর্ম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল।
No comments