আমেরিকাকে ধ্বংস করতে মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া!
এবার আমেরিকার ওপর হামলা চালাতে আরো একধাপ এগিয়ে গেল উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উনকে জীবাণু প্রয়োগ করে হত্যার অভিযোগ ওঠে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর বিরুদ্ধে। তারপর থেকেই কোমর বেঁধে নেমেছে উত্তর কোরিয়া, তবে তা স্থলপথে নয়, মহাকাশেই জবাব দিতে মরিয়া উত্তর কোরিয়া। মার্কিনি বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়া আমেরিকার ওপর ইলেকট্রনিক প্লাস অস্ত্র (ইএমপি স্ট্রাইক) দিয়ে হামলা করতে পারে।
এর জন্য প্রস্তুতিও চলছে। জানা গেছে, উত্তর কোরিয়া দুটি স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকার ওপর নজরদারি করে চলেছে। এই দুটি স্যাটেলাইট ২০১২ এবং ২০১৬ সালে লঞ্চ করা হয়েছিল। উত্তর কোরিয়ার KMS 3-2 এবং KMS-4 নামক স্যাটেলাইট মাত্র ৯৪মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করতে সক্ষম। আমেরিকার ওপর সাইবার হামলা করতে পারে। আর তাই নিজের শক্তিকে আরো বাড়িয়ে তুলছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া যে হামলার জন্য মুখিয়ে রয়েছে তা এক প্রকার স্পষ্ট আমেরিকার কাছে। তাই আমেরিকা হামলার চেষ্টা করলেই উত্তর কোরিয়া যে সবদিক থেকে চেপে ধরবে বিশেষ করে মহাকাশ যুদ্ধে যে তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে আমেরিকাকে ধ্বংস করতে চাইবে এমনি বার্তা উত্তর কোরিয়া থেকে পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
No comments