স্বাধীনতা দিবস টেনিস শুরু
সুইস কোয়ালিটি পেপার স্বাধীনতা ও জাতীয় দিবস টেনিসের উদ্বোধন হয়েছে। সোমবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, সুইস কোয়ালিটি পেপার (বাংলাদেশ) লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এএফএম জহিরুল ইসলাম, টেনিস ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ আলী দ্বীন ও টুর্নামেন্ট ডিরেক্টর এএসএম হায়দার এবং সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ উপস্থিত ছিলেন। ১৯টি ক্লাবের দু’শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন এ টুর্নামেন্টে।
অংশ নেয়া ক্লাবগুলো হল : বিকেএসপি, রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকা ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, ঢাকা অফিসার্স ক্লাব, গুশলান ইয়ুথ ক্লাব, ব্রিটিশ হাইকমিশন ক্লাব, নেভি ক্লাব, আমেরিকান ক্লাব, ব্রাহ্মণবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা, আনসার ও ভিডিপি টেনিস ক্লাব, নরডিক ক্লাব ও ইন্টারন্যাশনাল ক্লাব।
No comments