ইস্পাহানি এগ্রোর ক্লাইমেট অ্যাওয়ার্ড লাভ
ইস্পাহানি এগ্রো লিমিটেড রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহারের বিরূপ প্রভাব থেকে পরিবেশ, কৃষক সমাজ এবং শস্য রক্ষায় জৈব বালাইনাশক সরবরাহকারী অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে ৫ম এইচএসবিসি এবং দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-এর গ্রীন বিজনেস শাখায় সেরা প্রতিষ্ঠান হওয়ার সম্মান লাভ করেছে। পরিবেশ সংরক্ষন ও জলবায়ু পরিবর্তন প্রতিরোধে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এইচএসবিসি এবং দি ডেইলি স্টার যৌথভাবে ৪টি প্রতিষ্ঠান এবং ব্যক্তিপর্যায়ে ২ জনকে সম্মানিত করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাসায়নিক বালাইনাশকের ক্ষতিকর প্রভাব অনুধাবন করে স্বল্পদামে, সহজে ব্যবহার উপযোগী, কার্যকরী ও পরিবেশ বান্ধব জৈব বালাইনাশক এবং কৃষি প্রযুক্তি কৃষকদের দ্বারগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে ইস্পাহানি এগ্রো লিমিটেড সবার আগে কাজ শুরু করে। ২০০৯ সাল থেকে তারা এই যাত্রা অব্যাহত রেখেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিভিন্ন ফসল যেমন সবজি, চা, আখ, ধান এবং তুলা ইত্যাদিতে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি যেমন ফেরোমন ফাঁদ, জৈব ছত্রাকনাশক, জৈব বালাইনাশক, জৈব সার, উপকারী বন্ধু পোকা, মাইক্রোবিয়ালস ইত্যাদি বাজারজাত করছে যা বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ ও নিরাপদ করেছে।
No comments