কিশোরগঞ্জে ফুলে ভিনগ্রহের এলিয়েন?
একটি কবরস্থানে ফোটা গন্ধরাজ ফুলে ভিনগ্রহের প্রাণী এলিয়েনের মতো মুখ ভেসে উঠেছে।আর এ ঘটনাকে নিয়ে চলছে নানা গুঞ্জন। আর এ ঘটনা স্বচক্ষে দেখতে ভিড় করছেন নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ নানা বয়সের কৌতুহলী মানুষ। এদিকে এ ফুলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি গ্রামের জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এ ফুলটি ফুটেছে। দানাপাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ উদ্দিন বলেন, বিচিত্র এ ফুলটি দেখতে প্রতিদিন পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ভিড় করছেন। জানা গেছে, রোববার সকালে এ গ্রামের জনৈক ইব্রাহিম মিয়ার শিশুপুত্র রবিন কবরস্থানের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি কবরের পাশের একটি গন্ধরাজ ফুল গাছে ৬টি ফুল দেখতে পেয়ে একটি ফুল তোলে নিয়ে বাড়ি যায়।বাড়িতে যাওয়ার পর তার দাদী হাতে থাকা ফুলের মধ্যে মানুষের মুখের মতো দেখতে পেয়ে ফুলটি কোথায় পেয়েছে জানতে চায়।
রবিন কবরস্থানের নাম বললে দাদী তাকে ফুলটি ফেলে দেয়ার নির্দেশ দেন। পরে ফুলটি পড়ে দানাপাটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ইতি আক্তারের হাতে। স্কুলের সহপাঠীদের চোখে এ ফুলের মধ্যে মানুষের মুখ থাকার বিষয়টি ধরা পড়লে তারা ক্লাশ টিচারকে দেখায়। এ ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। রবিন ওই বৃন্তচ্যুত গন্ধরাজ ফুলটি কবরস্থানের ওই ফুল গাছের নিচে রেখে আসে। এক পর্যায়ে গুজব রটে যে, প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থী কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ওই গন্ধরাজ ফুলটি গাছ থেকে ছিঁড়ে ফেলতে চাইলে ফুলটি কথা বলে ওঠে! পরে সেই নাকি দৌঁড়ে কবরস্থান থেকে স্কুলে গিয়ে এ ঘটনা সহপাঠী ও শিক্ষকদের জানায়।
রবিন কবরস্থানের নাম বললে দাদী তাকে ফুলটি ফেলে দেয়ার নির্দেশ দেন। পরে ফুলটি পড়ে দানাপাটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ইতি আক্তারের হাতে। স্কুলের সহপাঠীদের চোখে এ ফুলের মধ্যে মানুষের মুখ থাকার বিষয়টি ধরা পড়লে তারা ক্লাশ টিচারকে দেখায়। এ ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। রবিন ওই বৃন্তচ্যুত গন্ধরাজ ফুলটি কবরস্থানের ওই ফুল গাছের নিচে রেখে আসে। এক পর্যায়ে গুজব রটে যে, প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থী কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ওই গন্ধরাজ ফুলটি গাছ থেকে ছিঁড়ে ফেলতে চাইলে ফুলটি কথা বলে ওঠে! পরে সেই নাকি দৌঁড়ে কবরস্থান থেকে স্কুলে গিয়ে এ ঘটনা সহপাঠী ও শিক্ষকদের জানায়।
No comments