গেইল–ঝড়েই ফয়সালা
চেনা মেজাজে ফিরলেন ক্রিস গেইল। রাজকোটে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে বিস্ফোরক ফর্মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যারিবিয়ান ওপেনার। মঙ্গলবার গুজরাট লায়ন্সকে বেঙ্গালুরু হারাল ৩৮ বলে ৭৭ রান করলেন বাঁ হাতি তারকা। মারলেন ৭টি ওভারবাউন্ডারি এবং ৫টি বাউন্ডারি। গেইল–ঝড়ের সামনে কার্যত দিশাহারা দেখাচ্ছিল সুরেশ রায়নার দলের বোলারদের। গেইল সবচেয়ে বেশি নির্মম ছিলেন রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে। ৪ ওভারে ৫৭ রান দিয়েছেন জাদেজা। গেইলের সঙ্গে ওপেন করতে নেমে চেনা ছন্দে ছিলেন অধিনায়ক বিরাট কোহলিও।
৫০ বলে ৬৪ রান করেছেন তিনি। মেরেছেন ৭টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। মূলত এঁদের দাপটেই ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে আরসিবি। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সফলতম বাসিল থাম্পি। তিনি ৩১ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। ১ রান করে ফিরে যান ডোয়েন ব্র্যাভো। উইকেটের অন্যপ্রান্তে ব্রায়ান ম্যাকালাম অবশ্য চালিয়ে খেলার চেষ্টা করেছিলেন। ৪৪ বলে ৭২ রান করেন তিনি। কিন্তু তরুণ উইকেটকিপার ঈশান কিষাণ কিছুটা চেষ্টা করেছিলেন ঠিকই, তবে সেই চেষ্টা সফল হয়নি। ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রানে থামে গুজরাট। বেঙ্গালুরুর পক্ষে সফলতম বোলার যজুবেন্দ্র চাহাল। তিনি ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন। প্রত্যাশিতভাবেই ম্যাচের সেরা গেইল।
No comments