আজান শুনতে অপেক্ষা করতেন প্রিয়াংকা
টুইটার থেকে একটার পর একটা টুইট করে আজান নিয়ে বিষোদগার করে বিপাকে পড়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী সনু নিগম। সর্বত্র তার ব্যাপক সমালোচনা চলছে। সোমবার টুইটে সনু নিগম শুধু মুসলমান নয়, সব ধর্মের উপাসনালয়ে মাইক ব্যবহার বন্ধের দাবি জানান। টুইটে মুসলিমদের ফজরের আজানের ওপর ক্ষোভ প্রকাশ করে সনু নিগম লেখেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুন! আমি তো মুসলিম নই। তবে আমাকে কেন সকাল বেলা আজান শুনে ঘুম থেকে উঠতে হবে? বাধ্যতামূলক ধর্ম পালন ভারতে কবে বন্ধ হবে?' সনুর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন চিরকুট ব্যান্ডের সাবেক সদস্য সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ। মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাসে পিন্টু ঘোষ লেখেন, 'আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর।' পিন্টু ঘোষ লেখেন, 'সব গানে কান্নাকাটি করা "সনু নিগম" এর গান আমার (ব্যক্তিগত) কোনোদিনও ভালো লাগে নাই, কই কোনোদিন বলি নাই..!!!??
সম্মান করতাম, কিন্তু আজ তাও হারালেন, গো টু হেল।' এদিকে গত জানুয়ারিতে ইউটিউবে আপ করা প্রিয়াংকা চোপড়ার একটি ভিডিও সনুর বক্তব্যের পর ভাইরাল হয়েছে। আজান নিয়ে সনু নিগমের বিষোদগারের জবাব হিসেবেই সবাই ওই ভিডিওটি শেয়ার করছেন। ভিডিওতে দেখা যায় একটি সংবাদ সম্মেলনে প্রিয়াংকা বলেন, ‘ভুপালে সবচেয়ে আগ্রহের বিষয়টা ছিল আজান। যেটার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করি। সন্ধ্যায় আমি বারান্দায় বসি। কাজ শেষ হয়ে যায়। পুরো ভুপালে সব মসজিদ থেকে আজানের সুর আসে। আমার বারান্দা থেকে ছয়টি মসজিদ থেকে আজান শোনা যায়। ওই পাঁচ মিনিট আমার কাছে খুব ভালো লাগে। সূর্য ডুবতে থাকে। তখন মাইকে আজানের সুর ভেসে আসে। তখন বেশ শান্তির একটা পরিবেশ তৈরি হয়। ওইটাই আমার দিনের সবচেয়ে প্রিয় সময়।’
No comments