দুই ভাগ করে ঢাকা মহানগর বিএনপির কমিটি ঘোষণা
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিন বছর পর দুই ভাগে ঢাকা মহানগর (আংশিক) কমিটি ঘোষণা করলো বিএনপি। বিদায়ী কমিটির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলকে সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৭০ সদস্যের কমিটি দেয়া হয়েছে। একইভাবে এম এ কাইয়ুমকে সভাপতি ও আহসান উল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে উত্তর শাখায় ৬৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আংশিক কমিটির নেতাদের এক মাসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। ২০১৪ সালের ১৮ জুলাই ঢাকা মহানগরে মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন নবী খান সোহেলকে সদস্য সচিব করে ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি দেয় বিএনপি। ওই আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে ওয়ার্ড-থানা কমিটি গঠন করে পরবর্তী এক মাসের মধ্যে সম্মেলন করে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেয় কেন্দ্র। তবে দলীয় কোন্দলসহ নানা প্রতিকূল পরিবেশের কারণে প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। দক্ষিণ শাখায় সহ-সভাপতি শামছুল হুদা-মুগদা, ইউনুস মৃধা -খিলগাঁও, নবী উল্লাহ নবী-যাত্রাবাড়ী, মীর হোসেন মিরু-কদমতলী, মো. আবু মোতালেব-চকবাজার, নাসিমা আক্তার কল্পনা-লালবাগ, ফরিদ উদ্দিন-সূত্রাপুর, মো. সাজ্জাদ জহির- শাহ্জাহানপুর, মোস্তাফিজুর রহমান হিরু- সবুজবাগ, গোলাম হোসেন-সবুজবাগ, আনবীর আদেল খান বাবু-পল্টন, আরিফুর রহমান আরিফ-রমনা, ইশরাত মির্জা-বংশাল, মোশারফ হোসেন খোকন-লালবাগ, আতিক উল্লাহ আতিক-যাত্রাবাড়ী, মীর আশরাফ আলী আজম-লালবাগ, মো. মোহন-বংশাল, জয়নাল আবেদীন রতন-ডেমরা, মো. আবদুল লতিফ-কলাবাগান, সিরাজুল ইসলাম-কলাবাগান, হাজী দেলোয়ার হোসেন-কামরাঙ্গীরচর, আবুল হাসান ননি তালুকদার-শাহবাগ, হামিদুর রহমান হামিদ-সূত্রাপুর, এসকে সেকান্দার কাদির-পল্টন, সাব্বির হোসেন আরিফ-গোপীবাগ, নিতাই চন্দ্র ঘোষ-সূত্রাপুর, যুগ্ম সম্পাদক হাবিবুর রশিদ হাবিব-সবুজবাগ, আনম সাইফুল ইসলাম-শ্যামপুর, শেখ রবিউল আলম রবি-ধানমণ্ডি, হারুনুর রশিদ হারুন (কমিশনার)-মতিঝিল, আলী রেজাউল রহমান রিপন-কোতোয়ালি, অ্যাডভোকেট ফারুকুল ইসলাম-খিলগাঁও, আরিফুর রহমান নাদিম-বংশাল, লতিফ উল্লাহ জাফরু-বংশাল, আব্দুস সাত্তাস-সূত্রাপুর, মকবুল হোসেন টিপু-গেন্ডারিয়া, আলমগীর হোসেন-যাত্রাবাড়ী, খতিবুর রহমান খোকন-চকবাজার, আবুল খায়ের বাবলু-ধানমণ্ডি, আনোয়ার পারভেজ বাদল-চকবাজার, আব্দুল হান্নান-শাহবাগ, আনোয়ার হোসেন টিপু-নিউমার্কেট, শাহীন লাল শাহীন-শ্যামপুর, কেএম জুবায়ের এজাজ-ধানমণ্ডি, ফরহাদ হোসেন-ডেমরা, সহ-সাধারণ সম্পাদক মো. নাঈম-কামরাঙ্গীরচর, মোয়াজ্জেম হোসেন খান-খিলগাঁও, তারেক জামাল-গেণ্ডারিয়া, জাফর সাদেক টুটুল-কলাবাগান, আলী আহম্মেদ-নিউমার্কেট, মারুফ তালহা মনি-স্বেচ্ছাসেবক দল, হামিদুল হক-সবুজবাগ, জামিলুর রহমান নয়ন-যুবদল, শেখ মোহাম্মদ আলী চায়না-মুগদা, সাইদুর রহমান সাঈদ-শাহবাগ, রফিকউল্লাহ রফিক-হাজারীবাগ, আকবর হোসেন নান্টু-ডেমরা, শাহেদা মোরশেদ-লালবাগ, জাফর আহমেদ-কদমতলী, হাজী লিটন-সূত্রাপুর, হাজী নাজিম-কোতোয়ালি, ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া-ধানমণ্ডি, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন-যাত্রাবাড়ী, সাইফুল ইসলাম পটু-পল্টন, রফিকুল ইসলাম রাসেল-লালবাগ, দফতর সম্পাদক সাঈদুর রহমান মিন্টু-গেণ্ডারিয়া ও প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব-যাত্রাবাড়ী। উত্তর শাখায় সহ-সভাপতি মুন্সী বজলুল বাসেত আঞ্জু -মিরপুর, আব্দুল আলী নকী -গুলশান,
মোঃ সাহাব উদ্দিন -তেজগাঁও, আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন -পল্লবী, মশিউর রহমান মশু -শাহআলী, আতিকুল ইসলাম মতিন মোহাম্মদপুর, আলী ইমাম আসাদ -পল্লবী, মাসুদ -মিরপুর, ফয়েজ আহমেদ ফরু -রামপুরা, কাজী হযরত আলী -ভাটারা, মোস্তাফিজুর রহমান সেগুন -বিমানবন্দর, নবী সোলায়মান -তেজগাঁও, ফেরদৌসি আহমেদ মিষ্টি -শাহআলী, এ.এল.এম কাওসার আহমেদ -মিরপুর, রবিউল আউয়াল -মিরপুর, আলতাফ উদ্দিন মোল্লা -পল্লবী, আলহাজ্ব শামছুল হক -উত্তরা, এস এম আনোয়ার হোসেন -মোহাম্মদপুর, আবুল হোসেন -বাড্ডা, আনোয়ার হোসেন -মিরপুর, আলহাজ্ব আবুল হাসেম -আদাবর, শাহিনুর আলম মারফত -খিলক্ষেত, আক্কেল আলী-রামপুরা, যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন -উত্তরা, শামীম পারভেজ -মিরপুর, আবুল মেসের -রামপুরা, নাসির আহমদ -বিমানবন্দর, আশরাফ হোসেন -বিমানবন্দর, সাইফুল রহমান মিহির -রামপুরা, মোয়াজ্জেম হোসেন মতি -কাফরুল, গোলাম সাবের চৌধুরী কিরণ -তেজগাঁও শিল্পাঞ্চল, মোঃ আতিক-তুরাগ, গাজী মোঃ রেজাওয়ানউল হোসেন -মিরপুর, গোলাম রব্বানি -মিরপুর, মাহফুজুর রহমান -বাড্ডা, বেলাল চেয়ারম্যান-রূপনগর, কোষাধ্যক্ষ-আতাউর রহমান চেয়ারম্যান -ভাটারা, সহ-সাধারণ সম্পাদক-গোলাম মোস্তফা -তুরাগ, নুরুল হক -পল্লবী, আশরাফুজ্জামান জাহান -কাফরুল, ডিএম নজরুল ইসলাম -খিলক্ষেত, আনোয়ার হোসেন নান্টু -কাফরুল, হেলাল তালুকদার -উত্তরা পূর্ব, তারিকুল আলম ট্যানজিং -স্বেচ্ছাসেবক দল, খন্দকার ইব্রাহিম খলিল - ভাষানটেক, দেওয়ান গিয়াস উদ্দিন -শাহ আলী, মনিরুল আলম রাহীমি -রমনা, মাহাবুবুল করিম জাফরু -বাড্ডা, আব্দুল হীল বাকী -পল্লবী, রেজাউর রহমান তপন -কাফরুল, আলাউদ্দিন সরকার টিপু -বিমানবন্দর, হাফিজুর রহমান ছাগির -উত্তরা পশ্চিম, রেজাউর রহমান ফাহিম -বনানী, কে এম এইচ নজরুল ইসলাম -বনানী, তুহিনুল ইসলাম তুহিন -বাড্ডা, শেখ ইকবাল হোসেন -পল্লবী, সাংগঠনিক সম্পাদক - আক্তার হোসেন -খিলক্ষেত, সৈয়দ মনজুর হোসেন মঞ্জু - বনানী, সোহেল রহমান -মোহাম্মদপুর, দফতর সম্পাদক - এবিএম আব্দুল রাজ্জাক -মিরপুর, প্রচার সম্পাদক - ভিপি হানিফ -বনানী ও প্রকাশনা সম্পাদক- মশিউর রহমান বাবু -উত্তর পশ্চিম।
No comments