সূর্যভিলায় বিস্ফোরণ: দুই জঙ্গির লাশ আঞ্জুমানে হস্তান্তর
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় ‘সূর্যভিলা’ বাড়িতে আত্মঘাতী দুই জঙ্গি সাকিরা (৩৫) ও কিশোর আফিফ কাদরির (১৪) লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে লাশ দুটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান। পুলিশের কাছ থেকে লাশ দুটি বুঝে নেন আঞ্জুমানে মফিদুল ইসলামের মুগদা অফিসের ডিউটি অফিসার রুহুল আমিন। তিনি বলেন, লাশ দুটি আমরা অজ্ঞাত হিসেবে পেয়েছি। এগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে। গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় সূর্যভিলা নামের বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানের শুরু থেকেই জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানানো হয়। আহ্বানে সাড়া দিয়ে নিহত মেজর জাহিদের স্ত্রী ও মেয়ে এবং জঙ্গি মুসার স্ত্রী ও মেয়ে আত্মসমর্পণ করে। এরপর বাকি তিনজন ওই বাড়ির ভেতরে ছিল। ওই দিন দুপুরে জঙ্গি সুমনের স্ত্রী সাকিরা তার ৫ বছরের মেয়ে সাবিনাকে নিয়ে আত্মসমর্পণের ভান করে বেরিয়ে আসে। পরে কোমরের সুইসাইডাল ভেস্টে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে সাকিরা নিহত হয়। আহত হয় তার শিশুসন্তান সাবিনা। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়। এদিকে অভিযান সমাপ্তির পর জঙ্গি আস্তানার ভেতর থেকে কিশোর আফিফ কাদরির লাশ উদ্ধার করা হয়। ঢামেকের মর্গে এতদিন তাদের লাশ পড়ে ছিল। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও কেউ লাশ গ্রহণ না করায় তদন্ত কর্মকর্তা মঙ্গলবার লাশ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন। আঞ্জুমান মুফিদুল লাশ যাত্রাবাড়ী জুরাইন কবরস্থানে দাফন করেছে।
No comments