রাঙ্গামাটিতে শান্তিপূর্ণ হরতাল চলছে
রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। সদরসহ জেলায় এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে পিকেটিংয়ের পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশসহ আইনশৃংখলাবাহিনীর পর্যাপ্ত টহল জোরদার রাখা হয়েছে। সম্প্রতি মহালছড়িতে ছাদিকুল ইসলাম নামে এক বাঙালি মোটরবাইক চালককে অপহরণের পর হত্যায় জড়িতদের গ্রেফতার, তার পরিবারকে উপয্ক্তু ক্ষতিপূরণ এবং পাকুয়াখালী, ভূষণছড়াসহ পার্বত্য চট্টগ্রামের সব হত্যাকাণ্ডের বিচার, পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্তু চালু, রাজা ত্রিদিব রায়ের নামে সব স্থাপনার নাম বাতিল ও তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্যপরিষদ। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন এ হরতালের সমর্থন দিয়েছে বলে জানান,
পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার। তিনি জানান, লাশবাহী গাড়ি, রোগিবাহী অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি, ধর্মীয় কারণে চলাচলকারী যান, ফায়ার সার্ভিস হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। হরতালের সমর্থনে সকালে শহরে বিক্ষিপ্ত মিছিল বের করেন হরতালকারীরা। শহরের রিজার্ভবাজার, পৌরচত্ত্বর, বনরূপাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হরতাল সমর্থকরা পিকেটিং করতে দেখা গেছে। এদিকে হরতালের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল এবং ব্যবসাপ্রতিষ্ঠানসহ দোকানপাট বন্ধ রয়েছে। সরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ব্যাহত হওয়ায় কর্মচাঞ্চল্য নেই। হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় এইচএসসি পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। আটকা পড়েছেন পর্যটকসহ দূরপাল্লার যাত্রীসাধারণ।
No comments