উল্টোপথে গাড়ি: একদিনে পৌনে চার হাজার মামলা
উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ একদিনে পৌনে চার হাজার মামলা করেছে। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রায় ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, সোমবার দিনভর ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করা হয়। ওইদিন ২১ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা জরিমানা ও ৩ হাজার ৭৮১টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ সময় ৪৯টি গাড়ি ডাম্পিং ও ৫৪৯টি গাড়ি রেকারও করা হয়। হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহার করার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সবুজবাগে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ : রাজধানীর সবুজবাগে পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো. আবুল কাশেম গাজী ওরফে ল্যাংড়া কাশেম।
সোমবার রাত সাড়ে ৯টায় সবুজবাগ থানার দক্ষিণ বাসাবো বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আবুল কাশেম গাজীর বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ৪৪ : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকসহ ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও গোয়েন্দা পুলিশ সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৭৪০ গ্রাম গাঁজা, ২শ’ গ্রাম ও ৪৪৭ পুরিয়া হেরোইন, ৭ বোতল ফেনসিডিল ও ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের কেউ কেউ মাদক বিক্রি এবং কেউ কেউ মাদক সেবনের সঙ্গে জড়িত।
No comments