রাঙ্গামাটিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে
রাঙ্গামাটির ঘিলাছড়িতে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সাদিকুল ইসলাম হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে রাঙ্গামাটিতে আজ বুধবার সকাল সন্ধ্যা হরতাল পালন করছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। এ হরতালে আরো কয়েকটি বাঙ্গালী সংগঠন সমর্থন দিয়েছে। সকাল থেকে হরতালের সমর্থকরা রাস্তায় রাস্তায় পিকেটিং করে।হরতালের কারণে সড়ক ও নৌপথে দুরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শহরের প্রধান তিনটি বাজারে কোন দোকানপাট খুলেনি। আজ বুধবার হাট বাজারের দিন থাকলেও হরতালের কারণে বাজার মিলেনি। হরতালের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য ১০ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙ্গামাটির ঘিলাছড়িতে আসার পথে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সাদিকুল ইসলাম নিখোঁজ হয়। ঘটনার ২ দিন পর ঘিলাছড়ি এলাকায় তার ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পরিবার থেকে নানিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করে তার পরিবার। হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ সহ অন্য সংগঠন গুলো এ হরতালের ডাক দেয়।
No comments