সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
নির্ধারিত
সময়ে সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ
সম্পাদ এসএম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক পত্রে শনিবার রাতে এই তথ্য
গণমাধ্যমকে জানানো হয়েছে। একই সঙ্গে কমিটির বিলুপ্তির পর আগামী ১৫ মার্চের
মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহী ছাত্র নেতাদেরকে কেন্দ্রীয়
ছাত্রলীগের দায়িত্বশীল নেতাদের নিকট জীবনবৃক্তান্ত পাঠানোর আহ্বান জানানো
হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান কমিটি দায়িত্ব পাবার পরই
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগকে কয়েক দফা সম্মেলনের নির্দেশনা দেন। কিন্তু জেলা
ছাত্রলীগের দায়িত্বশীলরা বিভিন্ন অজুহাত দেখিয়ে সম্মেলন করতে বারবার
অপারগতা জানিয়ে আসছিলেন। গত বছর প্রতিটি উপজেলায় কমিটি গঠন ও পরবর্তীতে
সম্মেলন করার কথা থাকলেও সেটাও করতে পারেনি জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয়
ছাত্রলীগ এসব বিবেচনায় নিয়ে দ্রুত সম্মেলন করার জন্য নির্দেশনা দেয় জেলা
ছাত্রলীগকে। গত ১৮ ফেব্রুয়ারি এক লিখিত নির্দেশে ১১ মার্চ শনিবার সম্মেলনের
সময় বেধে দেয়া হয়। কিন্তু তাতেও ব্যর্থ জেলা ছাত্রলীগ। তাই এই দিন রাতেই
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্র লীগের এক দায়িত্বশীল নেতা বলেন, সম্মেলন
করতে বার বার ব্যর্থ হবার পর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
ঘোষণা করাটা কেন্দ্রীয় ছাত্রলীগের সময় উপযোগী সিদ্ধান্ত। জেলা কমিটি
বিলুপ্তির পর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ফজলে
রাব্বী স্মরণ শনিবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আম্মার দোয়া সাথে
আছে, কোনো বিষয় না’। রাতে এ প্রতিনিধিকে ফজলে রাব্বী স্মরণ বলেন, জাতীয়
নেতার লাশ কাঁধে রেখে ( প্রয়াত বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান ও সাবেক মন্ত্রী
বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এমপি) সম্মেলন করা যায় না। অভিভাবকের শূন্যতা
কাটিয়ে উৎসবমুখর পরিবেশে সম্মেলন করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমি
বলেছিলাম ৩০ মার্চের পর যে কোনো তারিখে সম্মেলন করতে প্রস্তুত আছি। এদিকে
কমিটি বিলুপ্তির ঘোষণা সংক্রান্ত পত্রে আগামী ১৫ মার্চের মধ্যে জেলা
ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃক্তান্ত পাঠানোর
আহ্বান জানিয়ে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল,
ক্রীড়া বিষয়ক সম্পাদক চিন্ময় রায় ও সহ সম্পাদক মো. মাসুদ পারভেজের সঙ্গে
যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।
No comments