বিবাহিতরা যাজক হতে পারবেন
রোমান
ক্যাথলিক চার্চে যাজকদের স্বল্পতার কারণে বিবাহিত ক্যাথলিকরাও এখন থেকে
ধর্মযাজক হতে পারবেন বলে ইঙ্গিত দিয়েছেন পোপ ফ্রান্সিস। জার্মান
সংবাদমাধ্যম ডাই জেইটকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ক্যাথলিক
খ্রিস্টানদের এ ধর্মগুরু। তিনি বলেন, ক্যাথলিক ধর্মযাজকের অভাব রোমান
ক্যাথলিক চার্চের জন্য বড় রকমের সমস্যা।
এজন্য প্রচলিত নিয়মের পরিবর্তন
আসতে পারে। খবর সিএনএনের। পোপ বলেন, আমাদের বিবেচনা করতে হবে ‘ভিরি
প্রবাতি’ সম্ভব কিনা, যদি সম্ভব হয় তাহলে প্রত্যন্ত এলাকার জন্য তাদের
দায়িত্ব কী হওয়া দরকার, তা নির্ধারণ করতে হবে। ভিরি প্রবাতি হল ল্যাটিন
শব্দ যার অর্থ অবিশ্বাস্য রকমের পরীক্ষিত পুরুষ, বিশ্বাসী এবং মহৎ বিবাহিত
মানুষ। পোপ বলেন, এ সুযোগে যারা এরই মধ্যে বিয়ে করেছেন, তারা ধর্মযাজক হতে
পারবে। কিন্তু অবিবাহিত ধর্মযাজক আর বিয়ে করতে পারবে না। স্বেচ্ছায় কৌমার্য
পালন কোনো সমাধান হতে পারে না বলে দাবি করেন পোপ। ক্যাথলিক চার্চ এরই
মধ্যে কয়েকজন বিবাহিত ধর্মযাজককে চার্চে নিয়োগ করেছেন। স্ত্রীর অনুমতিক্রমে
একজন প্রটেস্ট্যান্ট বিবাহিত যাজক চাইলেই পরিবর্তিত হয়ে বিবাহিত অবস্থায়
রোমান ক্যাথলিক যাজক হতে পারবেন। ক্যাথলিক চার্চগুলো রোমান ক্যাথলিক
চার্চের সঙ্গে আলোচনা করে বিবাহিত পাদ্রি নিয়োগের ধারা অব্যাহত রাখতে পারে
বলে মন্তব্য করেন পোপ। বাইবেলের ওপর নির্ভর করে রোমান ক্যাথলিকরা বিশ্বাস
করেন, পাদ্রিদের বিয়ে করা উচিত নয়। তারা বিশ্বাস করেন, যিশুখ্রিস্টের মতো
তাদেরও কৌমার্য পালন করতে হবে।
No comments