ভারতে বাউল উৎসবে রেজওয়ানা চৌধুরী বন্যা



১১ মার্চ ভারতের বোলপুর সায়রবীথি কালচারাল পার্কে শুরু হয়েছে ‘বাউল বসন্ত উৎসব-২০১৭’। যা চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত। দিনব্যাপী এ উৎসবে পারফর্ম করতে বাংলাদেশ থেকে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এতে অংশ নেয়া প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, এ ধরনের উৎসবে আগেও অনেক অংশ নিয়েছি। বেশ মুগ্ধতা কাজ করে। বাংলাদেশ থেকে আরও অনেকেই এতে অংশ নিয়েছেন।’ অনুষ্ঠানে নতুন সংযোজন করা হয়েছে ‘বাউলে বসন্ত সম্মাননা’।
স্থানীয় লোকশিল্পীদের নিয়ে প্রতিযোগিতা থেকে সেরা দলকে সম্মাননা দেয়া হবে। এতে বাংলাদেশের আরও যারা অংশ নিয়েছেন তারা হচ্ছেন, গুরু সঞ্চিতা ভট্টাচার্য, ইলা মা ও আয়ুসি, গোলাম ফকির, গৌতম দাস বাউল, ঋষি (জি বাংলা সা-রে-গা-মা-পা), তীর্থ ও সহজ মানুষ এবং ভারতের আরও অনেক গুণীজন।

No comments

Powered by Blogger.