রাজশাহীতে জেএমবি-হিযবুত তাহরীরের ৩ সদস্য গ্রেফতার
রাজশাহীতে
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)
তালিকাভুক্ত এক সদস্য ও হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে বাগমারা ও পবা এলাকা থেকে তাদের
গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য
বাগমারার ঝিকড়া গ্রামের আবদুর রাজ্জাক এবং পবা উপজেলার নওহাটা এলাকার
শরিফুল ইসলামের ছেলে হিযবুত তাহরীরের সদস্য আরিফুল ইসলাম সদয় (২৮) ও গোলাম
মোস্তফার ছেলে মানসুর রহমান (২৭)। আরিফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন
সায়েন্স বিভাগের ছাত্র। মানসুরও রাজশাহী কলেজের ভূগোল বিভাগে পড়াশোনা
করতেন। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, উপজেলার ঝিকড়া
গ্রাম থেকে জেএমবি সদস্য আবদুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। রাজ্জাক কিছুদিন
পর পর নিরুদ্দেশ হয়ে যেতেন।
পরে গোয়েন্দা নজরদারি ছিল তার ওপর। সম্প্রতি
সে বাড়ি ফিরে আসে। এরপরই তাকে গ্রেফতার করা হয়। এছাড়া আরিফুল ও মানসুর দুই
বন্ধু মিলেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কার্যক্রম চালাচ্ছিলেন।
পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, আরিফুল ও মানসুরের বিরুদ্ধে
ঢাকার পল্টন থানায় নাশকতার মামলা রয়েছে। এর আগে ২০১৩ সালে তারা ঢাকায় আটক
হয়েছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে তারা আবার এই নিষিদ্ধ সংগঠনের পক্ষে
স্থানীয়দের সংগঠিত করার চেষ্টা করছিলেন বলেও জানান তিনি।
No comments