বাসের ধাক্কায় সরল ঢাকনা, ড্রেনে পড়ে প্রাণ গেল কিশোরীর
গাজীপুরে
বাসের ধাক্কায় ড্রেনে পড়ে প্রাণ গেল সুমাইয়া আক্তার (১৪) নামে সপ্তম
শ্রেণীর এক ছাত্রীর। নগরীর ভোগড়া বাইপাস মোড়ে বাসের জন্য ফুটপাতে অপেক্ষা
করছিল হতভাগ্য মেয়েটি। হঠাৎ দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ড্রেনের মুখের
ঢাকনা সরে গেলে কালো বোরকা পরিহিত মেয়েটি ড্রেনের পানিতে পড়ে যায়। সুমাইয়া
ঢাকনার ওপর দাঁড়িয়ে ছিল। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরদুখিয়া গ্রামের
কুয়েত প্রবাসী আবুল হোসেনের মেয়ে এবং গাজীপুর মহানগরের গাজীপুরা এলাকার
তা’মীরুল মিল্লাত মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়ত। জয়দেবপুর থানার এসআই জাকির
হোসেন ও নিহতের প্রতিবেশী মামুন জানান,
গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া
পেয়ারা বাগান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত মেয়েটি। কুয়েত প্রবাসী আবুল
হোসেন বুধবার বাংলাদেশে ফেরেন। শনিবার সকালে সুমাইয়া আক্তার পরীক্ষা দেয়ার
জন্য বাসা থেকে বের হয়ে ভোগড়া বাইপাস মোড়ে অপেক্ষা করছিল বাসের জন্য। সে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ড্রেনের ঢাকনার (স্লাব) উপর দাঁড়িয়ে বাসের
জন্য অপেক্ষা করছিল। বাসের ধাক্কায় স্লাবটি সরে গেলে মুহূর্তের মধ্যে সে
ড্রেনের পানির মধ্যে পড়ে গিয়ে তলিয়ে যায়। পানির স্রোতে সুমাইয়া প্রায় একশ’
ফুট দূরে গিয়ে আটকে যায়। পরে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ
তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা
করেন। তিন বোনের মধ্যে সুমাইয়া বড় ছিল। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয়ভূষণ দাস বলেন, মেয়েটিকে মৃত অবস্থায়
হাসপাতালে আনা হয়।
No comments