'বন্দুকযুদ্ধে' সহযোগীসহ চরমপন্থি নেতা নিহত
সাতক্ষীরার
তালায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সহযোগী শেখ তালহাসহ চরমপন্থি সংগঠনের
নেতা বিদ্যুত বাছাড় নিহত হয়েছেন। রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার
খলিলনগর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের একটি আম বাগানে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত
বাছাড়ের বাড়ি তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামে। বাবার নাম
কানাই বাছাড়। আর শেখ তালহার বাড়ি সুজনসাহা গ্রামে। বাবার নাম নুর ইসলাম।
পুলিশের ভাষ্যে, বিদ্যুত বাছাড় চরমপন্থি দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির
বিদ্যুত বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি ও ৩টি অস্ত্র মামলাসহ
১৪টি মামলা রয়েছে।
আর শেখ তালহার বিরুদ্ধে একটি নাশকতার মামলা রয়েছে। তালা
থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গোপন খবরে পুলিশের দুটি দল
রহিমাবাদের আম বাগানে অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে চরমপন্থি নেতা
বিদ্যুত বাছাড় এবং তার সহযোগীরা পুলিশের ওপর ককটেল ও গুলিবর্ষণ শুরু করে।
পুলিশও পাল্টা গুলি চালালে প্রায় ১৫ মিনিট ধরে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে
অন্যরা পিছু হটলে পরে সেখানে গুলিবিদ্ধ দু'জনকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা এসে নিহতদের পরিচয় নিশ্চিত করেন। এ বন্দুকযুদ্ধে পুলিশের দুই
সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এএসআই সফিউজ্জামান ও কনস্টেবল নাজমুল। তাদের
প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার বন্দুক, একটি
দেশী পিস্তল, রামদা , হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানান
ওসি হাসান হাফিজুর রহমান। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানোর
প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
No comments