চট্টগ্রামে ১৭ 'জঙ্গি' আটক
চট্টগ্রাম
নগরীতে অভিযান চালিয়ে ১৭ 'জঙ্গি সদস্যকে' আটকের দাবি করেছে পুলিশ। পুলিশ
বলছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত তিনটি জঙ্গি সংগঠনের সদস্য। সংগঠন তিনটি
হলো- হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ ও আহলে হাদিস। শনিবার সন্ধ্যা থেকে
রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম
এই তথ্য জানান। তবে আটকদের নাম-পরিচয় জানানো হয়নি। এছাড়া নগরীর কোন কোন
এলাকা থেকে এসব 'জঙ্গি সদস্যদের' আটক করা হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশ
কিছু জানায়নি।
ডাবলমুরিং থানার ওসি জানান, শনিবার সন্ধ্যায় ডবলমুরিং থানার
ঈদগাহ কাঁচা রাস্তার একটি দোকানে 'জঙ্গিরা' গোপন বৈঠক করছে। এমন সংবাদের
ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১৪ জনকে
আটক করা হয়েছে। তিনি বলেন, আটক 'জঙ্গি সদস্যরা' নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত
তাহরীর, হিজবুত তাওহীদ ও আহলে হাদিসের সক্রিয় সদস্য। অভিযান কালে তাদের
কাছ থেকে 'জিহাদি বই' ও লিফলেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে সংবাদ
ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি।
No comments