৩ বাংলাদেশীকে ধরে নেয়ার কথা স্বীকার বিএসএফের
নওগাঁর
ধামইরহাট সীমান্ত থেকে তিন বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার চারদিন পরও ফেরত
দেয়নি ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। বিএসএফের হাতে আটক থাকা ওই তিন
বাংলাদেশী হলেন- উপজেলার চকসব্দলগ্রামের আজিজুল হকের ছেলে আব্দুল মতিন
(২৮), মৃত আক্তার হেসেনের ছেলে আবু হোসেন (২৬), ও মৃত তমিজ উদ্দিনের ছেলে
সামসুর রহমান (২৭)। তিন বাংলাদেশীকে ফেরত পেতে শুক্রবার দুপুরে বিএসএফের
সঙ্গে পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি স্বীকার
করে ১৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসরাফুজ্জান জানান, ৮ মার্চ উপজেলার
চকসব্দল গ্রামের ওই তিন যুবক বাংলাদেশ সীমান্তের ২৬৬-৬৭ নং পিলার এলাকা
দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় অনুপ্রবেশের দায়ে ওই তিনজনকে আটক করে বিএসএফ।
তবে শুরু থেকেই বিষয়টি অস্বীকার করলেও পতাকা বৈঠকে বিষয়টি স্বীকার করেছে
বিএসএফ। তিনি বলেন, ভারতীয় আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানা পুলিশের
কাছে হস্তান্তর করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে
হস্তাস্তর করা হবে। এদিকে বিএসএফের হাতে আটক স্বজনদের পরিবার জানান,
চারদিনেও তারা তাদের প্রিয়জনকে ফিরে পায়নি। কখন তারা ফিরবেন সেই অপেক্ষায়
রোণাজারি করছেন তাদের পরিবার।
No comments