ওয়্যারলেস-হ্যান্ডকাপসহ ৬ ভুয়া ডিবি গ্রেফতার
পুলিশের
গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে ডাকাতি করে এমন একটি চক্রের ছয় সদস্যকে
গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকালে রাজধানীর
কদমতলী এলাকার আলম মার্কেটের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জাহাঙ্গীর আলম শাকিল, মো. মামুন
হোসেন, আমিন গাজী, রনি মাহাবুব, ইব্রাহীম ও শাখাওয়াত হোসেন সজিব।
শনিবার
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর ডিবি পুলিশের
উপ-কমিশনার (ডিসি-উত্তর) শেখ নাজমুল আলম বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা
ও এর আশেপাশের এলাকায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান
করে ব্যবসায়ীদের টার্গেট করতো। পরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ডাকাতি করতো।
ডাকাতির পাশাপাশি বিভিন্ন এলাকায় ছিনতাইও করতো তারা। তিনি বলেন, তাদের কৌশল
হচ্ছে চক্রটির সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় মাইক্রোবাস নিয়ে অবস্থান
করতো। সুযোগ বুঝে পথচারীদের মাইক্রোবাসে তুলে সব কেড়ে নিয়ে ফাঁকা রাস্তায়
ফেলে যেতো। ডিবি জানায়, ডাকাত চক্রের সদস্যদের কাছে একটি পিস্তল, তিন
রাউন্ড গুলি, ওয়্যারলেস ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে
কদমতলী থানায় মামলা হয়েছে।
No comments